Logo
Logo
×

সাহিত্য

তোমার জন্য জন্মাবধি

ফারিহা জেসমিন ইসলাম

ফারিহা জেসমিন ইসলাম

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ পিএম

তোমার জন্য জন্মাবধি

এক জন্ম  ধরে অপেক্ষা করে আছি 

তোমায় একবার দেখবো বলে

তোমার হাতের নরম স্পর্শ, তোমার মুখে অস্ফুট আমার নাম 

শব্দের উচ্চারণ

বড় বেশি চাইছি 

একটি বার। 

তোমার কাঁধ অবধি নেমে আসা চুল 

বেশি কিছু চেয়ে করেছি কি ভুল?

আমার এক জনম অপেক্ষার কাছে এসব চাওয়া কি সত্যি খুব বেশি?

 তোমার চুলের ছোঁয়া আঙুলে মাখবো বলে আমি স্পর্শ করিনি কোন কাশফুল।

তোমায় শুনবো বলে শুনিনি কোন কবিতার উজল পংক্তিমালা। 

তোমার কোমল ছোঁয়ার কাছে ম্লান

যেন তুলোর নীরবতা। 

অতঃপর ছন্দে ছন্দে একে চলি তোমার মুখশ্রী, তোমার অবয়ব

তুমি আমার 

কী সহজ করে নিয়েছি এ মহার্ঘ সত্য!

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম