Logo
Logo
×

সাহিত্য

পুষ্পধারা-বাংলানামা গল্প লেখা প্রতিযোগিতা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৯:৩৫ পিএম

পুষ্পধারা-বাংলানামা গল্প লেখা প্রতিযোগিতা

গল্প লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে প্রকাশনা প্রতিষ্ঠান বাংলানামা। গল্প লিখে সেরা তিন বিজয়ী পাবেন অর্ধলাখ টাকা সমমূল্যের বই উপহার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ১৫ নভেম্বরের মধ্যে banglanama@gmail.com এই ঠিকানায় গল্প জমা দিতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপ্রকাশিত গল্প জমা দিতে হবে। একজন প্রতিযোগী মাত্র একটি গল্প পাঠাতে পারবেন। সুতন্বি এমজে ফন্টে সর্বোচ্চ ৩ হাজার শব্দের মধ্যে গল্প পাঠাতে হবে। সেই সঙ্গে দিতে হবে সংক্ষিপ্ত পরিচিতি, ছবি, মোবাইল নম্বর ও ঠিকানা।

জমা পড়া গল্প থেকে তিনজন বিজয়ীকে বেছে নেবেন বিচারক প্যানেলে। এ ছাড়া বাছাই ১৫/২০টি গল্প নিয়ে প্রকাশিত হবে বই। যা ২০২৫ সালের বইমেলায় বাংলানামার স্টলে পাওয়া যাবে।

পুষ্পধারা-বাংলানামা গল্প লেখা প্রতিযোগিতার বিষয়ে আরও বিস্তারিত জানতে বাংলানামার ফেসবুক পেজ ভিজিট করতে পারেন। এ ছাড়া ০১৫১১-১৫৫৫২৫ নম্বরে যোগাযোগ করা যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম