Logo
Logo
×

সাহিত্য

যুগান্তর কার্যালয়ে প্রাণবন্ত সাহিত্য আড্ডা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৭ পিএম

যুগান্তর কার্যালয়ে প্রাণবন্ত সাহিত্য আড্ডা

অগ্রহায়ণের শেষ বিকাল। প্রকৃতিতে শীতের সঙ্গে খানিকটা উষ্ণতার মিতালি। হেমন্তের শেষ বিকালের নরম রোদ্দুর মাথায় নিয়ে একে একে যুগান্তর কার্যালয়ে হাজির হন স্বজন সমাবেশের প্রিয় স্বজনরা। ঢাকা ও আশপাশের জেলা থেকে উপস্থিত হন তারা। শুক্রবার পড়ন্ত বিকালে যুগান্তর কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ এ সাহিত্য আড্ডা।

আড্ডায় অংশ নেন দেশের দুই জনপ্রিয় ছড়াকার আনজীর লিটন ও রোমেন রায়হান। বিকাল সাড়ে তিনটায় শুরু হয়ে প্রাণবন্ত এ আড্ডা চলে সন্ধ্যা প্রায় ছয়টা পর্যন্ত। স্বজনদের সঙ্গে নিজেদের লেখালেখির অভিজ্ঞতা বিনিময় করেন পাঠকপ্রিয় এ দুই ছড়াকার। 

আড্ডায় উপস্থিত ছিলেন যুগান্তর সম্পাদক সাইফুল আলম। তিনি বলেন, ‘বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার এ সময়ে প্রযুক্তির সাহায্য নিয়েও আমরা হয়তো লিখতে পারি। কিন্তু মানুষের আবেগ তাতে প্রতিফলিত হয় না। এখানেই মানুষ অনন্য। সাহিত্য আড্ডার মতো সৃষ্টিশীল কার্যক্রম নানা কারণে আগের চেয়ে কমে এলেও আমরা স্বজন সমাবেশের মাধ্যমে চেষ্টা করছি এ ধরনের আড্ডা নিয়মিত করতে। এ ধরনের সৃষ্টিশীল আড্ডা সামনে প্রতিমাসে করারও ইচ্ছা আছে আমাদের। সাহিত্যের মাধ্যমে মানুষের মনের যে সুকুমার বৃত্তি, তার প্রতিফলন ঘটে সমাজে এবং রাষ্ট্রে। সাহিত্যচর্চার ক্ষেত্রে প্রচুর বই লিখতে হবে বা প্রকাশ করতে হবে বিষয়টি এমন নয়। আমরা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের কথা বলতে পারি। এমন একটি গ্রন্থ রচনা করেই একজন লেখক কালোত্তীর্ণ হয়ে উঠতে পারেন। তাই ভালো সাহিত্যের বিকল্প কিছু নেই।’

ছড়াকার আনজীর লিটন বলেন, ‘স্বজনদের সবার আগে পরিবারের স্বজন হয়ে উঠতে হবে। কাছের মানুষদের স্বজন হয়ে উঠতে হবে। যিনি নিজের পরিবারের কাছে স্বজন, তিনি সমাজের কাছেও স্বজন হয়ে ওঠেন। ভালো সংগঠক হতে হলে মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হতে হবে। যুগের সঙ্গে অনেক প্রযুক্তি বা অনেক অনেক নতুন মাধ্যম আসবে। কিন্তু সংবাদপত্র হাতে নিয়ে পাঠের যে আনন্দ, তা কখনো ফুরাবে না।’

ছড়াকার রোমেন রায়হান বলেন, ‘আমি ডাক্তারদের পড়াই। এ পরিচয়ের প্রতি সম্মান রেখেই বলি, ছড়া লিখেই আমার আনন্দ। স্বজনরা নিশ্চয়ই অনেক ভালো সংগঠক। পাশাপাশি যারা সাহিত্যচর্চা করতে চান তাদের জন্য সংবাদপত্রের এ ধরনের সংগঠন একটি ভালো মঞ্চ বলে আমি মনে করি। তথ্যপ্রযুক্তি বা ফেসবুক-ইউটিউবের এ যুগেও আমরা বলতে পারি সংবাদপত্রে একটি ছড়া বা কবিতা প্রকাশিত হওয়ার যে অনুভূতি, তা অন্য কোনো মাধ্যমে খুঁজে পাওয়া যায় না।’

আড্ডায় আরও উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক ও যুগান্তরের সিনিয়র সাব-এডিটর আশরাফুল আলম পিনটু, যুগান্তরের ফিচার ইনচার্জ ও ছড়াকার সেলিম কামাল, ছড়াকার কামাল হোসাইন, স্বজন ও লেখক জাহাঙ্গীর ডালিম, এনএইচকে মিঠু, আলমগীর সরকার লিটন, আসাদুজ্জামান খোকন, অলিদুর রহমান অলি, নিশা খান, নাহিদা ইসলাম, আবির হোসেন তানভীর, সোহেলি আক্তার রোজা, তাহমিনা আলম ইমি, অধরা মৃধা, তামজীদ ইসলাম ইশান, হাবিবুর রহমান বাবু, মো. মনিরুজ্জামান, রফিকুল ইসলাম, কাজী রুহুল আমিন, জাহিদ হোসেন জনি প্রমুখ। স্বজন সাহিত্য আড্ডা সঞ্চালনা করেন স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক ইমন চৌধুরী। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম