প্রতীকী ছবি
আমার দীর্ঘদিন গিয়েছে কেটে-
বুঝতে তোমায়;
বহুরাত হয়েছে আমার ভোর-
চীরতরে ভুলতে তোমায়!
আমার শয্যাশূন্য জীবন সফরে-
নিরলস নগ্নপদে হেঁটেছি;
গতির বিঘ্নতা আনয়নকারী মেঘের সাথে-
গলাগলি করে নীরবে কেঁদেছি!
জীবনের স্বপ্ন মেলানোর দৌড়ে-
ছেড়েছি তোমার হাত;
দেখি স্বপ্নের সাথে ঘুম হয়েছে উধাও, এখন-
নিদ্রাহীন কাটে এক একটি বিরহী রাত!
তুমি সূর্য হয়ে দাও কিরণ-
ছায়ার মতো থাকো ভাবনায় মিশে;
আমি ক্লান্ত হয়ে ফিরি ঘরে-
পৃথিবীর মতো তোমায় প্রদক্ষিণ শেষে!
একটি আজব গ্রহে পাঠিয়ে, তুমি-
টানছো ধরে রশি;
আমি সুর খুঁজি, ছায়া খুঁজি, তোমায় খুঁজি;
খুঁজি সেই নির্মল মুখের প্রাণখোলা হাসি!