Logo
Logo
×

সাহিত্য

নক না করা মানে, ভুলে থাকা নয়

Icon

ময়নুল ইসলাম

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ০২:১৫ পিএম

নক না করা মানে, ভুলে থাকা নয়

প্রতীকী ছবি

নক না করা মানে- 
ভুলে থাকা নয়; 
লাইক না দিয়েও-
থাকা যায় সবচেয়ে পছন্দের তালিকায়!

নক না করা মানে- 
ভুলে যাওয়া নয়; বরং-
ব্লক না হয়ে-
নিভৃতে অসীম ভালোলাগা নিয়ে বেঁচে থাকা!

নক না করা মানে- 
ইগনোর করা নয়;
সবার অলক্ষে সবচেয়ে প্রিয়-
ছবির শারীরিক সৌন্দর্যে ডুবে যাওয়া!

নক না করা মানে- 
চুপ থাকা নয়;
নক করার সুফল-কুফল সম্পর্কিত-
নানাবিধ বিষয়ে সুদীর্ঘ একক আলোচনা!

নক না করা মানে- 
ভুলে থাকা নয়;
ভুল করে, ভুল করা ভুলের মাশুল গুনে-
বকেয়া পরিশোধের একটি কৌশল প্রণয়ন!

নক না করা মানে-
নক না করা নয়; বরং-
সর্বশেষ দেখা অপূর্ব মুহূর্তের-
স্বর্গীয় সৌন্দর্যে মোহাবিষ্ট হয়ে বাঁচা!

নক না করা মানে, ভুলে থাকা নয়;
একটিও লাইক, কমেন্টস, ইমোজি না দিয়েও 
বেঁচে থাকা যায় শুধু আঙুলের ছোঁয়ায়-
ফেসবুকের সবচেয়ে পছন্দের বন্ধুর তালিকায়!

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম