প্রতীকী ছবি
কতদিন দেখিনা তোমায়!
তোমার শরীরের চেনা ঘ্রাণ-
অশরীরী সঙ্গ দিতে এখন অনীহা জানায়!
মন কোনো প্রবাহমান নদী নয়-
কত নেবে আর!
কোলাহলের মধ্যে মিশে যাই–
শুধু ভুলে থাকতে তোমায়!
সবুজ সিগন্যাল দেখেও ইচ্ছে করেই-
গতি কমিয়ে ট্রাফিক জ্যামে দাঁড়াই!
সবুজ-হলুদ-লাল-হলুদ-সবুজের বৃত্তে আটকে যাই!
কতদিন দেখিনা পদ্মপাতা-
গায়ে মাখিনা দেবদারুর মৃদু হাওয়া!
চাঁদের গায়ে হেলান দিয়ে-
ভাঙ্গেনা অর্ধমৃত ঘুম! বিরহী দিন-
রাতগুলোর কোলে নীরবে লুকায়!
কতদিন দেখিনা ভোরের প্রথম সূর্যোদয়!
মেঘের আবেগে ভাসেনা হৃদয়!
মরুভূমির বালি হয়ে আছড়ে পরে-
অদেখা স্বপ্নগুলো-
রোজ দেখা স্বপ্নের আঙিনায়!
কতদিন দেখিনা তোমায়!
একজীবনে চোখে চোখ না রেখে-
শুধু স্মৃতির ঘ্রাণ শরীরে মেখে,
এভাবে কতদিন বেঁচে থাকা যায়!