প্রতীকী ছবি
তবে দিনভর চোখ পানে,
তাকিয়ে থাকা কেন?
ভরদুপুরে শার্টের ভাঁজে,
হৃদয়ের ঘ্রাণ কেন?
রাত্র জেগে পাঁজরের হাড়ে,
এমন ব্যথা কেন?
কোমল হাতের মৃদু স্পর্শে,
হৃদয় কাঁপে কেন?
চাঁদের পিঠে পিঠ ঠেকিয়ে,
বিষাদের সুর কেন?
মিথ্যা বৃষ্টির প্রলোভনে,
রুক্ষ রৌদ্র কেন?
প্রবল ঝড়ের ভয় দেখিয়ে,
মেঘ চুরি কেন?
কৃষ্ণচূড়ার রং দেখিয়ে,
রক্তে ভাসি কেন?
দুঃখগুলো পাখির ডানায়,
উড়ে বেড়ায় কেন?
তুমি-আমি একই গ্রহে, তবুও-
ভিন্ন মেরু কেন?
একাকী জীবন মিথ্যা খেলায়,
খুঁড়িয়ে হাঁটে কেন?
কষ্টগুলো পথের ধূলোয়,
নষ্ট হলো কেন?
এক জীবনে একটি প্রাণ-
এত পোড়ে কেন?
জানলো না কেউ, কেন গুলো,
বোবা হয় কেন?
জানলো না কেউ, কেন গুলো-
অবুঝ হয় কেন?
জানলো না কেউ, কেন গুলো-
কাঁটা হয় কেন?
জানলো না কেউ, এক জনমে-
এত কেন কেন?
জানলো না কেউ, আমার জীবন-
এমন হলো কেন?
জানলো না কেউ, এক জনমে-
এত কেন কেন?
জানলো না কেউ, এক জনমে-
এত কেন কেন.............?