Logo
Logo
×

সাহিত্য

কাউকে নিবো না সঙ্গে

Icon

ময়নুল ইসলাম

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৬ পিএম

কাউকে নিবো না সঙ্গে

প্রতীকী ছবি

আমি কাউকে নিবো না সঙ্গে আমার-
একটি কষ্টের পাহাড় পেরুতে!
উন্মাদ ঢেউয়ের তরঙ্গায়িত দোলনায়-
দোল খাবো একা!

রমণীর প্রশ্নবিদ্ধ চোখের জল-
শুষে নিতে কালবিলম্ব হবে নাকো আর!

আমি কাউকে নিবো না সঙ্গে আমার!
চন্দ্রিমা উদ্দানের ঘাসের মধ্য হতে-  
খুঁজে খুঁজে বের করবো;
পুরুষের ক্ষুধা নিবারণকারী নূপুরহীন পা!

রমণীর সরল ইশারায়-
অতি নিকটবর্তী হয়েও থাকবো সুবিধাজনক দূরত্বে!

আমি কারো সঙ্গে যাবো না আর!
আমি কাউকে নিবো না সঙ্গে-
আমার মধুচন্দ্রিমায়,
সূর্যস্নান অথবা মুখাগ্নীর দিনে!

বিরহী সারস পাখী হয়ে উড়তে উড়তে-
ধপ করে ডানা খসে পড়বে একদিন, তবুও-
আমি কাউকে নিবো না আমার সঙ্গে আর!

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম