প্রতীকী ছবি
যদি পড়ে মনে,
নির্জন গৃহকোণে; তুমি-
তোমার নিঃশ্বাসে খুঁজো-
একটি লোমশ বুকের ঘর্মাক্ত ঘ্রাণ!
তোমার অতৃপ্ত লোমকূপেরা-
অজান্তেই যদি আবারো চায়-
চিরচেনা অঙ্গুলিস্পর্শের অদ্ভুত আঁকাবুকি!
জিরিয়ে নিও কিছু সময়, দেবদারুর ছায়;
আমার গলিত জীবনের জৈবসারের শক্তি সেই
বৃক্ষের কাণ্ডে, পত্র-পল্লব আর শাখা প্রশাখায়!
ঝিরঝির পাতার কৃষ্ণচূড়ার নৃত্যেও -
তুমি পেতে পারো আমায়!
গুমোট মেঘের আকাশে যদি তাকাও-
তুমি দেখবে- আমার সব বেদনা;
মেঘের কান্না হয়ে অঝোরে ঝরার অপেক্ষায়!
তোমার বহু মিলনের মনিহারের তিক্ততায়-
আমি হয়েছি রিক্ত,
দেহ মিশেছে মাটিতে, হৃদয় হয়েছে মরুময়;
ভুলতে গিয়ে তোমার দুঃসহ স্মৃতি-
ভুল করে ভুলে গিয়েছি তোমায়!
এপারে রয়েছি বেশ,
অফুরন্ত আয়েশ; আমার আনন্দের-
অভূতপূর্ব অনুভূতির রোশনীরা-
জোস্না রাতের ঝলমলে আলো হয়ে-
পথ খুঁজে খুঁজে যায় তোমার আঙিনায়!
যদি মনে পড়ে যায়,
জানালা পাশের আলোর ছায়ায় তাকিয়ে-
একটু মনে করে, মনে করো আমায়;
তুমি দেখতে পাবে-
বিশ্বাসের অগ্নি পরীক্ষায় কালোত্তীর্ণ একটি ভগ্নহৃদয়!