Logo
Logo
×

সাহিত্য

কিছু কথা ছিল

Icon

ময়নুল ইসলাম

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০১:১০ পিএম

কিছু কথা ছিল

প্রতীকী ছবি

আমার কিছু কথা ছিল, তাই-
তোমার জানালাপাশের দূর্বাঘাস-
গাছ-আকাশ আর মেঘের সাথে-
 হয়েছিল আমার সখ্যতা !

তোমার প্রতীক্ষায় জানালাপাশে বসে,
কালো মেঘের মুখে লাগাম লাগিয়ে,
রোজ টেনেছি আমি ভূমির দিকে- 
প্রবল বৃষ্টি আর মোহময়ী পরিবেশ তৈরির প্রত্যাশায়!

থমথমে কালোমেঘের গতি কমেনি;
ভূপৃষ্ঠে বৃষ্টি নামেনি;
কস্মিনকালেও মন গলেনি তোমার;
শুধু নিঃশেষ হয়েছে আমার আয়ুষ্কাল!

আমি কিছু মেঘের মুখে দেখেছি-
বৃষ্টির জল হওয়ার সুক্ষ্ম অভিনয়! 
শীতল হাওয়ার আয়েশ ছড়িয়ে, ওরা -
নোনাজলে ছুঁড়ে ফেলেছে আমায়!

কিছু মেঘের সাথে অত্যধিক সখ্যতায়, আমি-
পেয়েছিলাম আকাশ ভ্রমণের আমন্ত্রণ!
প্রিয় মেঘগুলোর সাথে-
পর্বতারোহণ করতে করতে আমি শুনেছি-
ওদের বৃষ্টি হতে না পারার কষ্ট-কথন!

আমি দেখেছি, কিছু অসাবধানী মেঘ-
আটকে আছে পাহাড়ের গায়! 
বেখেয়ালি মেঘগুলোর কান্না-
ধীরে ধীরে গড়িয়ে পরছে পাহাড়ের পায়!

ছিচকাঁদুনী মেঘের কান্নাগুলো-
ঝর্ণার মতো ঝরতে দেখে,
কেঁদেছি আমিও;
কেঁদেছে আমার বিরহী হৃদয়! 

পর্বতভ্রমণ শেষে কিছু গুমোট মেঘ-
আবারো ফিরে গিয়েছে আকাশে;
বৃষ্টি হওয়ার তীব্র বাসনার চাপা কষ্ট বুকে নিয়ে-
আজও তারা উড়ে বেড়ায় দিগন্তময়! 

আমার কিছু কথা ছিল,
না বলা কথাগুলো শুনতে-
মনের জানালা খুলে, তুমি-
স্মৃতির আকাশে থেকো চেয়ে;
অব্যক্ত কথার কষ্টগুলো আমার-
বুকে বসে মুখ চেপে ধরে;
অশ্রু ঝরে দু চোখ বেয়ে! 

কণ্ঠলগ্না রমণীরা মুখ টিপে হাসে- 
দেখে আমায়; 
আমার ওষ্ঠাধরের কম্পনে-
আকাশে মুহুর্মুহু বিদ্যুৎ চমকায়!

আমার নিঃশ্বাস গমনাগমনের পথের-
প্রতিবন্ধকতা দূরীভূত করতে-
আমার বন্ধুবৎসল কিছু মেঘের বর্ষণধারা;
বন্যার জল হয়ে ঢেউ খেলে আজ তোমার উঠোনময়!

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম