Logo
Logo
×

সাহিত্য

সুখ নেই

Icon

ময়নুল ইসলাম 

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ০৩:২৩ পিএম

সুখ নেই

নির্ঘুম রাত, ফাইল ছবি

এখন ঘড়িতে রাত তিনটে!
কোনোদিন ঘুম ভাঙেনা আমার এমন সময়! 
এয়ার কন্ডিশনের হিম বাতাসের মাত্ৰা- 
সহনশীল করি রিমোট চেপে!
 
চোখের ঝাপসা ভাব কাটি জামার আস্তিনে মুছে!
সুইচে নিছক একটি অঙ্গুলিস্পর্শে-
নিমিষে আলোর সুবন্দোবস্ত হয়ে যায় ঘরময়! 
ততক্ষণে সময়-
তিনটে বেজে তিন মিনিটের দোরগোড়ায়।  

অনেকদিন পেরিয়েছে-
এমন অসময়ে ঘুম ভাঙেনি আমার! 
আমি বালিশে হেলান দিয়ে-
হাতে মাথার ভার নিতে গিয়ে অনুভব করি-
বুকের বাঁ পাশের শূন্যস্থানে অতিসূক্ষ্ম ব্যথা!  
ঢকঢক শব্দে শেষ করি পুরো এক গ্লাস জল! 
পরিতৃপ্তির ঢেঁকুড় ছাড়তে ছাড়তে দেখি-
ঘড়িতে রাত তিনটে তেতত্রিশ!
  
আমি ভাবি, 
এমন অসময়ে কেনো ঘুম ভেঙে গেলো আজ? 
চাঁদের বাঁধভাঙা আলোর চোখ ইশারায়-
ঘরে টিকতে না পেরে চলে আসি বারান্দায়!
পথিকের পদভারে ক্লান্তপথ চিৎ হয়ে ঘুমায়। 

আমি দেখি,
ঘড়িতে তখন ভোর চারটের ঘর ছুঁইছুঁই!
বুকের বাঁপাশের ব্যথাটি আবারো গা ঝাড়া দিয়ে জানায়-
আমার শরীরে অথবা মনের কোনে 'সুখ নেই'!
যা রয়েছে তা হলো-
শুধুই অসুখের উপাদান।   
ঘড়িতে ভোর চারটে পেরিয়ে যায়; 
সুখ নাই, সুখ নাই, সুখ নাই .......!

আমি আবারও ঘুমুতে চাই ! কিন্তু-
অসুখ দূরীকরণের কোনো
রিমোট-সুইচ অথবা রেশমি কাপড়-
হাতের নাগালে নাই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম