Logo
Logo
×

সাহিত্য

জানে আলম মুনশীর এক গুচ্ছ কবিতা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ মে ২০২৩, ০৯:৪০ পিএম

জানে আলম মুনশীর  এক গুচ্ছ কবিতা

কবিতাঃ
অন্য রকম ভাবনা 
-------------------------

চোখে কাজল সুরমা পড়ে, কানে দিলে দুল,
দেখতে ভালো তোমার কালো, খোপা ভরা চুল।

চিকন তোমার গায়ের গড়ন, বন হরিণীর চোখ,
তোমায় দেখে পাগল হল সারা গাঁয়ের লোক।

আড় চোখেতে চেয়ে কেন চিবুকে দাও হাত,
ভাবছো আমি তোমায় ভেবে কাটাই সারা রাত?

রুপের রাণী, তোমায় জানি, সরল তোমার মন,
তাই বলে কি তোমায় নিয়ে ভাববো সারাক্ষন?

আলতা রাঙ্গা পায়ের পাতা ছন্দ ভুরি ভুরি,
আমার তো নয় হয়তো কারো মন করেছো চুরি।

বন বাদাড়ে ঘুরে বেড়াও নাই কি তোমার ডর?
আমি তো নয়, তোমায় নিয়ে কে বাঁধবে ঘর!

আমি হলাম কাঠুরিয়া, বনের মাঝে থাকি,
যৌবনে সবে পা দিয়েছি, পুরো জীবন বাকি।

চাইলে তুমি ভাবতে পারি অন্য রকম ভাবনা,
হে কিশোরী বন হরিণী, আমার সঙ্গী হবে নাকি?

 

কবিতাঃ
নিয়ম ভাঙ্গার নিয়ম
---------------------------

নিয়ম ভাঙ্গার নিয়ম থাকলে ভাংতাম আমি তাই,
এও জানি আইন বিচারে ভদ্রবেশী শিষ্টচারে,
নিয়ম ভাঙ্গার কোন নিয়ম নাই।

নিয়মনীতি মানতে হবে স্বপ্ন আঁকার মত,
আদর্শ আর নিষ্ঠা ভরে অফিস বাসা ঘর সংসারে
লাল সবুজে ঢাকতে হবে মনের সকল ক্ষত।

আগুন পানি আলো বাতাস সবই শক্তি ধর,
সভ্য শান্ত সুদ্ধাচারে সমর কিংবা যুদ্ধাচারে
কর্ম  মর্ম  ধর্ম সফল কেবা আপন-পর।

নিয়মনীতির বালাই ছাড়া, চন্দ্র-সূর্য-গ্রহ-তারা,
এদিক ওদিক হরহামেসে, রক্ত বিন্দুর খোস-আমেজে।
করছে কি কেউ নড়াচড়া, আগুন পানি জলের ধারা।

চাইলে নিয়ম ভাংতে পারি, আজ কিংবা কাল।
লোক চক্ষুর অন্তরাল, ভোগ বিলাশের অন্ধজালে
কভু যদি হারিয়ে ফেলি, বাদ্য যন্ত্রের তাল।

আড় চোখেতে চেয়ে কেন চিবুকে দাও হাত,
ভাবছো আমি তোমায় ভেবে কাটাই সারা রাত?

রুপের রাণী, তোমায় জানি, সরল তোমার মন,
তাই বলে কি তোমায় নিয়ে ভাববো সারাক্ষন?

আলতা রাঙ্গা পায়ের পাতা ছন্দ ভুরি ভুরি,
আমার তো নয় হয়তো কারো মন করেছো চুরি।

বন বাদাড়ে ঘুরে বেড়াও নাই কি তোমার ডর?
আমি তো নয়, তোমায় নিয়ে কে বাঁধবে ঘর!

আমি হলাম কাঠুরিয়া, বনের মাঝে থাকি,
যৌবনে সবে পা দিয়েছি, পুরো জীবন বাকি।

চাইলে তুমি ভাবতে পারি অন্য রকম ভাবনা,
হে কিশোরী বন হরিণী, আমার সঙ্গী হবে?


 

কবিতাঃ
আমার গ্রাম 
-----------------

আঁকা বাকা পাকা সড়ক, কি  চমৎকার দেখতে,
ইচ্ছে করে আকাশ ছোঁয়া, স্বপ্ন নিয়ে লিখতে।

শষ্য, শ্যামল, সুজলা সুফলা সোনার বাংলাদেশ।
সবুজ ছায়ায় ঘিরে আছে শান্ত পরিবেশ।

দুই ধারেতে সবুজ গাছ, বিলায় কত ছায়া,
সহজ সরল গ্রামের মানুষ চোখে মুখে মায়া।

এমন দেশটি কোথায় আছে বলতে পারো কেউ?
চৈতালীতে মাঠ ভরেছে দমকা হাওয়ার ঢেউ।

এই তো আমার জন্মভূমি এটাই আমার গ্রাম,
হৃদয় পটে রাখছি লিখে বাংলাদেশ তার নাম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম