বইমেলায় মওলবি আশরাফের ‘অয়ং ভয়ং রবীন্দ্রনাথং ও অন্যান্য’
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৮ পিএম
অমর একুশে বইমেলা উপলক্ষে ফাউন্টেন পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে লেখক ও অনুবাদক মওলবি আশরাফের বই ‘অয়ং ভয়ং রবীন্দ্রনাথং ও অন্যান্য’। বইটির প্রচ্ছদ করেছেন স্বপ্নীল বড়ুয়া। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২৬০ টাকা।
বইটি মূলত সাহিত্য, দর্শন ও নন্দনতত্ত্ব বিষয়ক ১৬টি প্রবন্ধের সংকলন। কয়েকটি প্রবন্ধের শিরোনাম এমন: শেষের কবিতা ও অয়ং ভয়ং রবীন্দ্রনাথং, শিল্প ও সুফ সুফি সুফিজম, মির্জা গালিব: শরাব-রঙিন ছত্র, ফ্রানৎস কাফকা ও ‘এক সকালে গ্রেগর সামসা’, লিয়েফ তলোস্তয় ও তার ‘শয়তান’, নৈতিকতার নিক্তি, সমকামিতা সভ্যতা ও অভিজিৎ রায়ের ‘জোড়াতালি’, রামায়ণের শ্রী রাম ও একটি সস্তা পর্যালোচনা, এবং অন্যান্য।
বইটি সম্পর্কে মওলবি আশরাফ বলেন, ‘দর্শনশাস্ত্রের প্রতি প্রেম ও ভালোবাসা থেকেই এই বইয়ের জন্ম। কিন্তু এই বইটিতে দর্শনকে দার্শনিক ভাবগাম্ভীর্যের সাথে নয়, বরং উপস্থাপন করার চেষ্টা একদম সহজ ভাষায়। আদতে দর্শন কঠিন কোনো বিষয় নয়—জীবন-জগৎ নিয়ে আমাদের প্রাত্যহিক জিজ্ঞাসাই দর্শন। পণ্ডিতগণ বলে থাকেন, দর্শন বলা হয় আপাতচোখে যা দেখা যায় তার বাইরে দেখাকে। এই বইয়ের প্রতিটি প্রবন্ধে আমি ঠিক তা-ই করেছি, কয়েকজন ব্যক্তি ও বেশ কিছু বিষয়কে একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘সাহিত্য, দর্শন ও নন্দনতত্ত্ব বিষয়ক প্রবন্ধ’ লেখা দেখে দুর্বোধ্য কিছু ভাববেন না, প্রবন্ধগুলো নবীন পাঠকদের জন্যই লেখা। আশা করি আপনার ‘অয়ং ভয়ং রবীন্দ্রনাথং ও অন্যান্য’ পাঠ এক আনন্দময় সফর হবে। কিছু না হলে অন্তত ‘সিফর’ (শূন্য) হবে, আর দর্শনের জগতে সিফরও কিন্তু মহামূল্য জিনিশ!’
নিজের নাম সম্পর্কে বলেন, ‘মওলবি আশরাফ’ আমার তখল্লুস, উর্দু কবিদের অনুসারে এই নামে লেখালেখি করি। পিতৃনিবাস : বারবাকপুর, সদর উপজেলা, রাজবাড়ী। বলতে গেলে পড়াশোনার পুরোটাই কওমি মাদরাসায়। কিন্তু আপাদমস্তক একজন ‘মওলবি’, ঘটনাচক্রে শিল্প-সাহিত্য ও দর্শনের জগতে চলে গেছি। আর বেপথু হবার ফলেই জন্ম নিয়েছে এই বই—‘অয়ং ভয়ং রবীন্দ্রনাথং ও অন্যান্য’। বিপরীতধর্মী দুই চিন্তার সমন্বয় আশা করি আপনাকে দেখাবে চিন্তাশীলতার নতুন জগত।
প্রাণের বইমেলায় বইটি পরিবেশন করেছে প্রজন্ম পাবলিকেশন, পাওয়া যাবে ৮ নং স্টলে।