বই মেলার সাড়া ফেলেছে মাসুদ করিমের ‘লণ্ঠন হাতে কণ্টক পথে’
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৮ পিএম
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক মাসুদ করিমের ‘লণ্ঠন হাতে কণ্টক পথে’ বইটি। এটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে পাঠকদের মাঝে। তিন দশকেরও বেশি সময় ধরে মাঠের সাংবাদিকতার অভিজ্ঞতা গল্পের ঢঙে তুলে ধরেছেন তিনি। বইটিতে সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনাও আলোকপাত করেছেন মাসুদ করিম।
বইটি প্রকাশ করেছে পলল প্রকাশনী। পাওয়া যাচ্ছে এবারের একুশের বই মেলায় ৩৩১ ও ৩৩২ নম্বর স্টলে।
মাসুদ করিম দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক। সাংবাদিকতা করতে গিয়ে কী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন সেটি বইয়ে তুলে ধরেছেন তিনি।
বই প্রসঙ্গে মাসুদ করিম বলেন, তিন দশকের বেশি সময় রিপোর্টার হিসেবে রাজনীতি, অর্থনীতি, কূটনীতি বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। ‘লণ্ঠন হাতে কণ্টক পথে’ ওই সব বিচিত্র অভিজ্ঞতার স্মৃতিচারণমূলক একটি বই। একদম সহজ করে গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে সাংবাদিকতার অজানা কর্মতৎপরতা। যারা সাংবাদিকতা চর্চায় আছেন তাদের প্রেরণার বাতিঘর হিসেবে কাজ করবে বলে।
মাসুদ করিমের বইটি ইতিমধ্যে অনেক গণমাধ্যমকর্মী ও বইপ্রেমীরা সংগ্রহ করেছেন। বইটি পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখকের ভূয়সী প্রশংসাও করেছেন অনেকে।
এরমধ্যে বাংলা নিউজের রিপোর্টার তোহিদের রহমান ফেসবুক ওয়ালে লিখেছেন, প্রিয় মাসুদ করিম ভাইয়ের লেখা ' লন্ঠন হাতে কন্টক পথে' বইটি পড়েছি। অনেক অজানা বিষয় তিনি বইটিতে তুলে ধরেছেন। তিন দশকের সাংবাদিকতার কূটনৈতিক রিপোর্টার হিসেবে নানা অভিজ্ঞতায় সমৃদ্ধ এই বইটি। যারা সাংবাদিকতায় কূটনৈতিক রিপোর্টিং করছেন এবং অনুসন্ধিৎসু পাঠক তাদের জন্য বইটি অনেক সহায়ক হবে।
মাসুদ করিমের জন্ম ১৯৭১ সালের ১৬ আগস্ট। নেত্রকোনা জেলার বারহাট্টা থানার কদম দেউলী গ্রামে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স করেছেন। তিনি ক্যাম্পাস সাংবাদিকতা থেকে শুরু করে বিভিন্ন জাতীয় এবং আর্ন্তজাতিক গণমাধ্যমে কাজ করেছেন। তিন দশকের কর্মজীবনে তিনি দৈনিক সমকাল, মানবজমিন, সকালের খবর ও বাংলাবাজার পত্রিকায় কাজ করেছেন।