Logo
Logo
×

সাহিত্য

কবিতা: নির্বাসনে চলে যাই

Icon

মোবাশ্বির হাসান শিপন

প্রকাশ: ০৩ মার্চ ২০২০, ০৯:৫১ পিএম

কবিতা: নির্বাসনে চলে যাই

আরাধ্য ঢেউয়ে কাঁদ ছুঁয়ে, শ্বাস ছুঁয়ে
অবাধ্য খুশি,কান্না কিংবা অভিমান
ঠিকঠাক মত নোঙর না করলে
উজানের টানে ছিঁড়ে যায়। 

তোমার করোটির নিউরনের থরে থরে
মীমাংসিত কম্পনে যখন ঢেউ জাগেনা; বরং
দুজনের এবড়ো থেবড়ো কাঁদামাটির- 
স্বপ্ন বুননের আঁতুড় ঘরে বনেদি দুঃখ মুক্তি দাও। 

তখন এই আমি প্রত্যাখ্যানে স্থবির 
মাঘের উদোম গাছের মত কুয়াশায় ভিজি আর
চোখে লোনাজলের সাগর সাতরিয়ে 
অবহেলা, অবজ্ঞায় অনিচ্ছা নির্বাসনে চলে যাই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম