Logo
Logo
×

অন্যান্য

সিনওয়ারের উপন্যাস ‘কাঁটা ও ফুলে‘র মোড়ক উন্মোচন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০১:২৩ এএম

সিনওয়ারের উপন্যাস ‘কাঁটা ও ফুলে‘র মোড়ক উন্মোচন

গত ১৬ অক্টোবর ফিলিস্তিনের দক্ষিণ গাজায় ইসরাইলি বাহিনির সঙ্গে এক অসম লড়াইয়ে ইয়াহইয়া সিনওয়ার শহিদ হন। ধারণা করা হয়, গত বছর ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামলার পরিকল্পনাটি ছিল তার। 

১৯৬২ সালে খান ইউনিসের শরণার্থী শিবিরে জন্ম নেওয়া সিনওয়ারের যৌবন কেটেছে ইসরাইলি কারাগারে। খান ইউনিস সেকেন্ডারি স্কুল থেকে মাধ্যমিক এবং গাজার ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে অ্যারাবিক স্টাডিজে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। 

২০১১ সালে মুক্তির পর তিনি গাজায় হামাসের প্রধান ব্যক্তিত্বে পরিণত হন।২৩ বছরের বন্দি জীবনে তিনি চমৎকার হিব্রু শেখেন। হিব্রু থেকে গোয়েন্দা সংস্থা শিন-বেতের দুই প্রধানের তিনটি বই অনুবাদ করেন। এ ছাড়াও লেখেন আরও দুইটি গবেষণা গ্রন্থ, একটি আখ্যান ও একটি উপন্যাস—‘আশ-শাওক ওয়াল কারানফুল’ (কাঁটা ও ফুল)।

পুরো নাম ইয়াহিয়া ইবরাহিম হাসান সিনওয়ার। ১৯৮৫ সালে তিনি রাহি মুশতাহার সঙ্গে নিরাপত্তাসংস্থা ‘মাজদ’ প্রতিষ্ঠা করেন, যা  ১৯৮৭ সালে হামাসের ‘পুলিশ’ প্রশাসনে রূপান্তরি হয়। 

২০১৭ সালে গাজার প্রশাসনিক কমিটি প্রতিষ্ঠা করেন। ২০১৮ তিনি গাজাবাসীকে ইসরাইলি অবরোধ ভেঙে ফেলতে উৎসাহিত করে বলেন, ‘আমরা নিপীড়ন ও অপমানে মারা যাবার চেয়ে শহিদ হয়ে মরতে চাই।’ 

সিনওয়ার ছিলেন গাজায় সর্বোচ্চ পদমর্যাদার হামাস কর্মকর্তা। ২০২৩ সালের ৩১ জুলাই ইসমাইল হানিয়া ইরানে শহিদ হলে সিনওয়ার হন হামাসের রাজনৈতিক শাখার প্রধান।

ব্যক্তিজীবনে তিনি ছিলেন ৩ সন্তানের জনক। তার স্ত্রী সালিহা সামার ২০১১ সালে মৃত্যুবরণ করেন। ৩ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। বাকি ২ ভাইয়ের একজন মোহাম্মদ সিনওয়ার হামাসের অন্যতম শীর্ষ নেতা এবং অন্যজন যাকারিয়া সিনওয়ার ফিলিস্তিনের খ্যাতিমান ইতিহাসবিদ ও একাডেমিশিয়ান।

ইয়াহইয়া সিনওয়ার রচিত উপন্যাস কাঁটা ও ফুলের মোড়ক উন্মোচন ও বই আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে।

বায়তুল মোকাররম পূর্ব চত্বরে ইসলামিক ফাউন্ডেশন বইমেলায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, লেখক ও সম্পাদক মনযূর আহমাদ, কবি ও অনুবাদক জহির হাসান,  জুবাইর আহমদ আশরাফ, কবি মনিরুল ইসলাম, কবি, লেখক সালাহউদ্দীন জাহাঙ্গীর, অনুবাদক রাকিবুল হাসান, অনুবাদক আবদুল্লাহ আল ফারুক প্রমুখ।

বক্তারা তাদের আলোচনায় লেখক শহিদ সিনওয়ার এবং ফিলিস্তিনের চলমান সংঘাত, স্বাধীনতা আন্দোলন এবং বিপ্লব বিষয়ে আলোকপাত করেন। বক্তাদের আলোচনায় আরও উঠে আসে ফিলিস্তিনের সাহিত্য ও শিল্প সংস্কৃতির বৃত্তান্ত। 

অনুষ্ঠানে আলোচকরা অভিমত ব্যক্ত করেন যে, ফিলিস্তিন প্রসঙ্গে সামগ্রিক চিত্রকল্প অবহিত হওয়ার জন্য ইয়াহইয়া সিনওয়ার রচিত ‘কাঁটা ও ফুল’ বাংলা অনুবাদ সাহিত্যের অনন্য সংযোজন। 

বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ইলহাম। অনুবাদ করেছেন মনযূরুল হক। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম