
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০১:৩৮ পিএম
এসি ব্যবহারে ঘণ্টায় কত বিদ্যুৎ বিল আসে জানেন কি?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০২:৪৩ পিএম

ছবি:সংগৃহীত
আরও পড়ুন
চলছে গ্রীষ্মকাল। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ছাড়া যেন চলেই না। অফিস, বাড়ি— সব জায়গায় চাই এসি। এখন সবাই এসি ব্যবহার শুরু করেছেন। অনেকে আবার চলতি বছর পুরোনো এসি বাদ দিয়ে নতুন এসি কেনার পরিকল্পনা করছেন। কিন্তু বিদ্যুৎ বিলের কথা ভেবে অনেকেই চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। কারণ এসি ব্যবহারে অনেক বিল।
তবে জানেন কি— একটি এসি চালালে আসলে মাসে বিদ্যুৎ বিল কত আসে? একটি দেড় টনের এসি যদি দিনে ৮ ঘণ্টা টানা ব্যবহার করেন, তাহলে মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে, তার একটি হিসাব করে নিই। চলুন জেনে নেওয়া যাক, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে— মাসে এসি ব্যবহারে আপনার বিদ্যুৎ বিল কতটুকু বাড়ছে।
বাজারে দেড় টনের এসি সবচেয়ে বেশি বিক্রি হয়। ছোট থেকে মাঝারি ঘর ঠান্ডা রাখার জন্য দেড় টনের এসি বেস্ট। কিন্তু অনেকেই জানেন না যে, দেড় টনের এসি লাগালে এর কত বিদ্যুৎ খরচ হবে।
শুরুতেই একটি কথা জেনে রাখা ভালো—এসির বিল কত হবে তা নির্ভর করে আপনার ব্যবহারের ওপর। কারণ আপনি কখন ও কোন সময় এসি চালাবেন, তার ওপর নির্ভর করে আপনার বিদ্যুৎ বিল।
বাজারে ওয়ান থেকে ফাইভ স্টার রেটিংসহ এসি পাওয়া যায়। ওয়ান স্টার রেটিংপ্রাপ্ত এসি সস্তা কিন্তু বেশি ইলেকট্রিসিটি খরচ করে। অন্যদিকে ফাইভ স্টার রেটিংপ্রাপ্ত এসি ইলেকট্রিসিটি সাশ্রয়ী। তবে সস্তা হওয়ার পাশাপাশি থ্রি স্টার এসি শক্তি সাশ্রয়ী।
আপনি যদি ফাইভ স্টার রেটিংসহ দেড় টনের স্প্লিট এসি লাগাতে করতে চান, তাহলে এটি প্রতি ঘণ্টায় প্রায় ৮৪০ ওয়াট (০.৮ কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুৎ খরচ হবে। যদি আপনি দিনে গড়ে ৮ ঘণ্টা এসি ব্যবহার করেন, তাহলে সেই অনুযায়ী, এমন দিনে ৬.৪ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। প্রতি ইউনিট ৭.৫০ টাকা হলে, প্রতি ইউনিট দৈনিক বিল ৪৮ টাকা এবং মাসিক বিল ১৫০০ টাকার মধ্যে থাকবে।
এবার বুঝতেই পারছেন, দেড় টনের এসি এক মাস চালাতে কত খরচ হয়। সেই অনুযায়ী, আপনার বাজেট ফাইভ স্টার কিংবা থ্রি স্টার এসি কিনবেন তাও পরিকল্পনা করতে পারেন। বাজারে অনেক কোম্পানি ডুয়াল ইনভার্টার এসি বিক্রি করে, যা কম্প্রেসারের গতি কমিয়ে বিদ্যুৎ সাশ্রয় করে।