
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০১:২৪ পিএম
নববর্ষে আপনিও হয়ে উঠতে পারেন অনন্যা, কীভাবে?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৩২ পিএম
-67efb544d3868.jpg)
আরও পড়ুন
চৈত্রের অবসানে আসবে নতুন বছর— পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখ আসতে মাত্র কয়েক দিন। বছরের শুরুর দিনে বাঙালি মেতে ওঠে হরেক পার্বনে। পূজা থেকে হালখাতা, প্রভাতফেরী, জলসা, আড্ডা, খাওয়াদাওয়া— সবমিলিয়ে জমজমাট উদযাপন। এই ভ্যাপসা গরমে সব অনুষ্ঠানে নিজেকে পারফেক্টরূপে অনন্যা করে তুলতে— চাই একটু বিশেষ নজরদারি।
কয়েক দিনের সামান্য যত্নেই আপনিও পেতে পারেন সেই জৌলুস। আর এই বৈশাখের সাজসজ্জায় আপনি ঘরে বসেই তৈরি করে ফেলতে পারেন একাধিক রূপটান। যেমন— কফি-দই প্যাক, কলা-অ্যালোভেরা হেয়ার মাস্ক এবং চালের গুঁড়ো-হলুদের বডি স্ক্রাব। বাড়িতে চটজলদি তৈরি করে ফেলুন এই প্যাকগুলো। চলুন জেনে নেওয়া যাক—
১. কফি-দই প্যাক
উপকরণ: ২ টেবিল চামচ কফি পাউডার, ১/২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ দই এবং ১ চা চামচ মধু।
পদ্ধতি
সবকটি উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এটির প্রলেপ মুখে লাগিয়ে অন্তত ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
উল্লেখ্য কফির মধ্যকার ক্যাফেন ও ক্লোরজেনিক অ্যাসিড ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, বেসন প্রাকৃতিক উপায়ে মৃত কোষ অপসারণ করে, দই শুষ্ক ত্বককে মসৃণ করে, ত্বকের প্রদাহ প্রশমন করে এবং মধু ত্বকের বলিরেখা হ্রাস করে ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে।
২. কলা-অ্যালোভেরা হেয়ার মাস্ক
উপকরণ: ১টি পাকা কলা, ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ২ টেবিল চামচ নারিকেল তেল এবং ১ টেবিল চামচ মেয়োনিজ।
পদ্ধতি
উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে পেস্ট করে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। সেটি চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে অন্তত আধাঘণ্টা রেখে ভালোভাবে শ্যাম্পু করে নিতে হবে।
উল্লেখ্য, কলার পটাশিয়াম, কার্বোহাইড্রেট চুলকে নরম মোলায়েম করে। অ্যালোভেরা চুলের তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণ করে, মাথার ত্বকে যে কোনো ধরনের সংক্রমণ প্রতিরোধ করে চুলের বৃদ্ধি ঘটায়। আর নারিকেল তেল চুলের গোড়া মজবুত করে। মেয়োনিজ চুলকে মোলায়েম করে চুলের উজ্জ্বলতা বাড়ায়।
৩. চালের গুঁড়ো-হলুদের বডি স্ক্রাব
উপকরণ: ৫ টেবিল চামচ মুগ ডালের গুঁড়ো, ২ টেবিল চামচ চালের গুঁড়ো, ৪ টেবিল চামচ মালাই, ২ টেবিল চামচ টমেটোর খোসা এবং ১/২ চা চামচ হলুদ।
পদ্ধতি
সবকটি উপকরণ দিয়ে মসৃণ পেস্ট তৈরি করে নিয়ে বডি স্ক্রাব হিসাবে ব্যবহার করা যেতে পারে। মুগ ডাল ও চাল গুঁড়ো দেহের মৃত কোষ অপসারণ করে, ত্বকের ময়লা দূর করে। টমেটোর খোসা ত্বককে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে এবং হলুদ ও মালাই ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে।