
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০২:৪৯ পিএম
মেহেদির রং গাঢ় পেতে যা করবেন

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১১:১৩ পিএম

ঈদের দিন নতুন জামাকাপড় পরে সবাই খুব সুন্দর করে সেজে ওঠেন। তবে মেয়েদের অনেকের কাছেই ঈদ মানে হাত ভরা মেহেদি। কিন্তু মেহেদি পরা যথেষ্ট সময় সাপেক্ষ। এত কষ্ট করে মেহেদি পরার পর যদি ভালো রং না আসে তবে মন খারাপ হবে বৈকি। আসলে মেহেদিতে থাকে লসোন নামক একটি উপাদান। এটি ত্বকের কোষ, কোলাজেন এবং কেরাটিনের সঙ্গে মিশে গাঢ় বাদামি রং ধারণ করে।
জেনে নিন কীভাবে মেহেদির রং গাঢ় করবেন
১. মেহেদি ব্যবহারের পর হেয়ার ড্রায়ারের সাহায্যে তাতে তাপ দিতে পারেন।
২. লেবুর রস ব্যবহার করলে মেহেদির রং গাঢ় হয়।
৩. তাছাড়া লেমন অয়েল, ইউক্যালিপটাস তেল বা লবঙ্গ তেল ব্যবহার করতে পারেন। এতে মেহেদির রং দীর্ঘস্থায়ী হবে।
৪. কফি বাদামি রঙের আভা দেয়। তাই মেহেদির সঙ্গে কফি মিশিয়ে ব্যবহার করতে পারেন এতে রং গাঢ় হয়।
৫. মেহেদিতে বিটের রসও মেশাতে পারেন। এতে প্রাকৃতিক ভাবে গাঢ় রং হবে। বা মেহেদির সঙ্গে বিটের পাউডারও মেশাতে পারেন।
৬. তাছাড়াও মেহেদিতে চিনি রস করে তুলো দিয়ে ব্যবহার করতে পারেন। এতে রং আরও গাঢ় হবে ও দীর্ঘস্থায়ীও হবে।
৭. মেহেন্দি থেকে গাঢ় রং পেতে মেহেদি প্রায় ২-৬ ঘণ্টা রেখে দিন।
৮. মেহেদি ধুয়ে ২ থেকে ৩ মিনিটের জন্য ঠান্ডা জলে হাত ডুবিয়ে রাখুন। ঠান্ডা জল ত্বকের ছিদ্র বন্ধ করে দেয় এবং রং দীর্ঘসময়ের জন্য থাকে।
৯. মেহেদি শুকিয়ে গেলে তার ওপর তেল দিয়ে ম্যাসাজ করতে পারেন। এর ফলে রং গাঢ় হবে।
১০. রোদে বের হওয়ার সময় মেহেদি দেওয়া হাত ঢেকে রাখুন। সূর্যের আলো মেহেদির রং হালকা করে দেয়।
যা যা করা যাবে না
১. মেহেদি দেওয়ার পর সাবান দিয়ে কখনো হাত ধুয়ে ফেলবেন না।
২. মেহেদি শুকানোর জন্য হাই হিটের হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।
৩. মেহেদি দেওয়ার আগে ওই স্থানে ব্লিচ করবেন না এতে রং হালকা হয়ে যায়।