
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ এএম
ঈদের লাচ্ছা পরোটার রেসিপি জেনে নিন

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৫:২৮ পিএম

একমাসব্যাপী পবিত্র রমজান মাস পালনের পর আসে ঈদুল ফিতর। ইসলামী ক্যালেন্ডার (হিজরি) অনুযায়ী নবম মাসটি হল রমজান মাস। আর দশম মাস অর্থাৎ শাওয়ালের প্রথম দিনটি বিশ্বব্যাপী উদযাপিত হয় ঈদ।
ঈদ মানেই বিশেষ নামাজ, কোলাকুলি করে মোবারক জানানো সকলকে, নতুন জামাকাপড়, নাচ-গান, আড্ডা আর খাওয়া -দাওয়া। সব মিলিয়ে চুটিয়ে উপভোগ করেন এ উৎসব। অনেক বাড়িতে চাঁদ রাত, অর্থাৎ একদিন আগে থেকেই শুরু হয়ে যায় রান্নাবান্না।
রমজানের ইফতার হোক বা ঈদের মেনুতে নানা পদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ খাবার হল লাচ্ছা পরোটা। সবার বাড়িতেই ঈদের দিন লাচ্ছা পরোটা তৈরি হয়। এ বিশেষ পরোটায় অনেকগুলি স্তর থাকে। মাংস বা সেমাইয়ের সঙ্গে এর স্বাদ একেবারে আলাদাই। জেনে নিন সহজে বাড়িতে কীভাবে বানাবেন। রইল লাচ্ছা পরোটার রেসিপি।
উপকরণ (৫ জনের জন্য)
* ময়দা- ১ কেজি
* ডিম- ২টি
* সাদা তেল- প্রয়োজন মতো
* নুন ও চিনি- স্বাদ মতো
প্রণালী
* প্রথমে ময়দাতে, নুন, চিনি ও ২ টেবিল চামচ সাদা তেল ও ২টি ডিম ভেঙে ভালোভাবে মিশিয়ে নিন।
* ১ ঘণ্টা ঢেকে রাখুন। এরপর লেচি কেটে নিন।
* থালায় তেল মাখিয়ে লেচি নিয়ে হাতের সাহায্যে বাড়াতে হবে। লাচ্ছা পরোটা বেলা যাবে না।
* এবার ১টা দিক লম্বা করে কেটে, রোল করে মুড়িয়ে নিয়ে ঘুরিয়ে প্যাঁচিয়ে চেপে দিন।
* লেচিগুলো আবার তেল মাখিয়ে ৩০ মিনিট মতো রেখে দিন।
* এরপর থালায় তেল মাখিয়ে হাতের সাহায্যে সাবধানে পরোটা বাড়িয়ে নিন।
* তেল গরম করে ছাঁকা তেলে পরোটা ভেজে তুলে নিন।
* মাংস বা সেমাইয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।