
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০১:২৭ পিএম
ঈদ যাত্রায় মাথায় রাখবেন যেসব বিষয়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০১:৩৮ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
স্বপ্ন ছুঁটছে বাড়ির পথে। ব্যাগপ্যাক গুছিয়ে নাড়ীর টানে ফিরছে মানুষ। ঈদ যাত্রা সহজ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর, আগের সব বারের চেয়ে এবার বেশ নির্বিঘ্নে হচ্ছে যাত্রা। তবে ঈদে যারা বাস-ট্রেন বা লঞ্চে করে বাড়িতে যাবেন, তাদেরকে অবশ্যই ঈদ যাত্রায় সতর্ক থাকা প্রয়োজন। না হলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে ঈদটাই মাটি হয়ে যেতে পারে।
ঈদে যেসব বিষয় মাথায় রাখা জরুরি
* ভ্রমণের সময় ও কতদিন থাকবেন সেটা বিবেচনা করে শুধুমাত্র জরুরি জিনিস নেওয়া শ্রেয়। অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ব্যাগ ভারী করা উচিত নয়। তবে খেয়াল রাখতে হবে গুরত্বুপূর্ণ কিছু যেন বাদ না যায়।
* অবশ্যই টিকিট এবং নগদ অর্থ সঙ্গে রাখতে হবে। নিজের ব্যাগ পত্রও সাবধানে রাখা জরুরি। সতর্কতা হিসেবে সম্ভব হলে আলাদা কয়েকটি জায়গায় অর্থ রাখতে পারেন।
* গরমে ভ্রমণের সময় হালকা, আরামদায়ক ও সহজে বাতাস চলাচল করতে পারে এমন পোশাক পরা উচিত। নরম জুতা বা স্যান্ডেল পরা উচিত। মেয়েদের জন্য হাইহিল পরিহার করা উচিত।
* গন্তব্যস্থল দূরে হলে ঘরের তৈরি খাবার ও পানির বোতল সঙ্গে নেওয়া উচিত। প্রয়োজন অনুযায়ী বিশুদ্ধ পানি পান করুন এবং বাচ্চাদেরও পর্যাপ্ত পরিমাণে পানি পান করাবেন। অবশ্যই বাহিরের মানুষের দেওয়া খাবার একদম না খাওয়া উচিত।
* রোজা রেখে ভ্রমণ করলে অতিরিক্ত সতর্কতা হিসেবে খাবার এবং প্রয়োজনীয় পানীয় সঙ্গে রাখুন। যেন ইফতারের সময় বাইরের খাবার খেতে না হয়। গরমের কথা মাথায় রেখে পানির পাশাপাশি হাতপাখাও সঙ্গে রাখতে পারেন।
* ভ্রমণের সময় অতি জরুরি ও প্রয়োজনীয় কিছু ওষুধ এবং ফার্স্ট এইড বক্স নেওয়া উচিত। কারণ রাস্তায় অনেক সময় ওষুধ পাওয়া যায় না। প্যারাসিটামল, বমির ওষুধ, গ্যাসের ওষুধ, ডায়রিয়ার জন্য ওরাল স্যালাইন ইত্যাদি সঙ্গে রাখুন। এছাড়া তুলা, গজ, ব্যান্ডেজ, স্যাভলন ইত্যাদি সংগ্রহে রাখুন।
* ট্রেনে, বাসে কিংবা লঞ্চে ভ্রমণের সময় শিশুদের বেশি সতর্ক অবস্থায় রাখতে হবে। বাইরের পানীয় ও খাবার একদমই দেয়া উচিত না। খেয়াল রাখবেন, কোনো বাচ্চা যেন জানালা দিয়ে হাত বাইরে না রাখে।
* ঈদের সময় যাত্রাপথে মলম পার্টি ও ছিনতাইকারীদের আনাগোনা বেশি থাকে, তাই সতর্ক থাকুন। যানবাহনে অপরিচিত কেউ খাদ্য বা পানীয় দিলে খাবেন না। সতর্ক থাকুন। ঈদ মোবারক।