
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ এএম
ঈদের ছুটিতে ঘরোয়া দুটি সহজ প্যাকেই তামান্না ভাটিয়ার মতো উজ্জ্বল ত্বক

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৯:১৩ পিএম

আরও পড়ুন
বলিউড, তেলেগু ও তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়াকে যখনই পর্দায় দেখা যায়, তখনই চোখে পড়ে তার মসৃণ, দুধে-আলতা রঙের ঝলমলে ত্বক। এমন নিখুঁত সৌন্দর্যের রহস্য জানতে উৎসাহী তার অগণিত ভক্ত।
এই রহস্যের খোঁজ করতে গিয়ে জানা যায়, তামান্নার ত্বকের যত্নের সবচেয়ে বড় টিপসটা তিনি পেয়েছেন তার মায়ের কাছ থেকেই। ২০২২ সালে ভোগ ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার রূপচর্চার মূল ভরসা মায়ের শেখানো ঘরোয়া ফর্মুলা।
তিনি বলেন, ত্বক সুন্দর রাখতে প্রথমেই প্রয়োজন ত্বকের মৃতকোষ দূর করা এবং ভেতর থেকে পরিষ্কার রাখা। এমন প্যাক ব্যবহার করা উচিত যা ত্বকের কোমলতাও ধরে রাখে।
নিয়মিত দুটি ঘরোয়া প্যাকই তাকে এই নিখুঁত ত্বক উপহার দিয়েছে।
১. এক্সফলিয়েটিং স্ক্রাব প্যাক
এই স্ক্রাব ত্বকের মৃতকোষ সরিয়ে ত্বককে করে তোলে প্রাণবন্ত ও ঝলমলে।
যা লাগবে:
• ১ চা চামচ চন্দন গুঁড়ো
• ১ চা চামচ কফি
• ১ চা চামচ মধু
সব উপাদান একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। কয়েক মিনিট হালকা হাতে ম্যাসাজ করে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
২. ময়শ্চারাইজিং ফেস প্যাক
এই প্যাক ত্বককে ঠান্ডা রাখে, আর্দ্রতা জোগায় এবং লালচে ভাব দূর করে।
যা লাগবে:
• পরিমাণমতো গোলাপজল
• বেসন
• ঠান্ডা টকদই
সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখ, গলা ও শরীরের অন্যান্য অংশে প্যাকটি লাগিয়ে শুকাতে দিন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি ও নরম তোয়ালে দিয়ে আস্তে আস্তে মুছে ফেলুন। এরপর মুখে গোলাপজল ও পানির মিশ্রণ স্প্রে করলে আরও ভালো ফল মিলবে।
এই ঈদে ঘরেই তৈরি করুন এই দুই ঘরোয়া ফেস প্যাক, আর উপভোগ করুন তামান্না ভাটিয়ার মতো উজ্জ্বল ও স্বাস্থ্যকর ত্বক!