
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ০২:৩১ পিএম
মানুষ কেন কালো রঙের গাড়ি বেশি কেনে?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০২:৩৫ পিএম
-67e50debb68db.jpg)
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
কালো রঙের গাড়ি কম-বেশি সবার পছন্দ। আমরা প্রায় দেখি বেশিরভাগ মানুষ কালো রঙের গাড়ি কিনে থাকেন। অনেকেই মনে করেন, দীর্ঘ সময় ধরে সূর্যের আলোয় থাকা কিংবা চলাচল করার ফলে গাড়ির কালো রঙ ফিকে হয়ে আসতে পারে। তাই নতুন গাড়িটিকেও পুরোনো বলে মনে হতে পারে। তবে এখন অনেক ভালো মানের গাড়ি আসছে বাজারে, যেগুলোর রঙ বেশ টেকসই হয় এবং কালো। আর অনেকের পছন্দ কালো রঙের গাড়ি।
গাড়ির রঙ কালো হলে শুধু ধুলা-ময়লা কিংবা কাদা দৃশ্যমান হয় না, সেই সঙ্গে কালো রঙের গাড়ির গায়ে থাকা ছোটখাটো স্ক্র্যাচ বা আঁচড়ের দাগও দেখা যায়। আর ধুলা-ময়লা বেশি দৃশ্যমান হয়, তাই তা সময়ে সময়ে পরিষ্কার করতে হয়। সে কারণে গাড়ির রক্ষণাবেক্ষণের ওপর অনেকটাই টাকা খরচ হয়ে যায়।
কিন্তু কালো কাপড় একটা আলাদা ইমেজ তৈরি করে ফ্যাশনে। তেমনি কালো গাড়িও তাই। বড় ব্র্যান্ডগুলোও ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে নানান অ্যাডিশনে কালো গাড়ি আনছে বাজারে। আসলে কালো রঙের গাড়ি যখন রাজপথ ধরে ছুটে চলে, তখন সেটিকে দেখতে আলাদা রকমই আকর্ষণীয় লাগে। তাই বেশিরভাগ মানুষই কালো রঙের গাড়ি কিনতে পছন্দ করেন।
মূলত দেখতে ভালো লাগার কারণেই বেশিরভাগ মানুষ কালো গাড়ি কিনে থাকেন। তবে কালো রঙের গাড়ি কেনার কিছু সমস্যাও রয়েছে, যা গাড়ির ক্রেতাদের আগে থেকেই জেনে রাখা উচিত। না হলে গ্রাহকদের পরে নানান সমস্যায় পড়তে হতে পারে।
কালো রঙ বেশি পরিমাণে সূর্যরশ্মি শোষণ করে নিতে পারে। এ কথা তো সবাই জানেন। আর কালো রঙের গাড়ি যেহেতু সূর্যের আলো অতিরিক্ত পরিমাণে শোষণ করে নেয়, তাই গরমের দিনে গাড়ির ভেতরের তাপমাত্রাও অনেকটাই বেড়ে যায়। ফলে গরমের মৌসুমে গাড়ির ভেতরে থাকা এয়ার কন্ডিশনারকেও গাড়ির ভেতরটা ঠান্ডা করতে যথেষ্ট বেগ পেতে হয়। এ জন্য সেই সময় ফুয়েল কনজাম্পশনও অনেকাংশে বৃদ্ধি পায়।