
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ১০:১০ পিএম
তরমুজের সাদা অংশ খেলে পাবেন ৬ উপকার

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৪:১৬ পিএম

ফাইল ছবি
আরও পড়ুন
তরমুজের লাল অংশটুকু খেয়ে এর সাদা অংশ বেশিরভাগ সময়েই ফেলে দেওয়া হয়। তবে তরমুজের মতো নানা ধরনের পুষ্টি উপাদান কিন্তু এই অংশেও উপস্থিত থাকে। ভিটামিন সি, এ, বি ৬, পটাসিয়াম ও জিঙ্ক মেলে তরমুজের সাদা অংশে। থাকে প্রচুর পরিমাণে ফাইবারও। জেনে নিন এটি খেলে কোন কোন উপকার পাবেন।
আমেরিকান জার্নাল
অব হাইপারটেনশন বলছে, তরমুজের সাদা ও অন্যান্য অংশ প্রাপ্তবয়স্কদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে
দারুণভাবে সাহায্য করে।
তরমুজের খোসায়
রয়েছে সিট্রুলিন নামের এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, যা এনার্জির ঘাটতি মেটাতে পারে।
সিট্রুলিন রক্তনালী প্রসারণ করতেও সাহায্য করে। ওয়ার্ক আউটের সময় সিট্রুলিনের পরিপূরকগুলো
আমাদের পেশীতে অক্সিজেন সরবরাহ করে, ফলে এনার্জি বাড়ে আমাদের।
যুক্তরাষ্ট্রের
ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের গবেষণা বলছে, সিট্রুলিন মাংসপেশিতে অক্সিজেনের জোগান
দেয়। ফলে কর্মক্ষমতা বাড়ে।
রোগ প্রতিরোধ
ক্ষমতা বাড়াতেও সাহায্য করে তরমুজের ভেতরের সাদা অংশ।
লাইকোপেন জাতীয়
উপাদানের উপস্থিতি রয়েছে তরমুজের খোসায়। উপাদানটি জ্বালাপোড়া কমিয়ে আর্থ্রাইটিসের
ব্যথা কমাতে সাহায্য করে।
তরমুজের বহিরাবরণ
ও লাল শাঁসের মাঝখানে সাদা অংশটুকু ফাইবারের চমৎকার উৎস। এটি নিয়মিত খেলে তাই হজমের
সমস্যা ও কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকা যায়। এছাড়া কোলন ক্যানসারের ঝুঁকি কমানোর পাশাপাশি
কোলেস্টেরল ও ব্লাড সুগার কমাতে সাহায্য করে ফাইবার।
তরমুজের খোসায়
ক্যালোরির পরিমাণ কম থাকে। তাই ওজন নিয়ন্ত্রণে সহায়ক এটি।
কীভাবে খাবেন
সালাদের সঙ্গে
মিশিয়ে খাওয়া যায় তরমুজের এই অংশ।
জুস বানানোর
সময় তরমুজের সঙ্গে এই অংশও টুকরো করে মিশিয়ে দিন।
লাউয়ের মতো
ছোট ছোট টুকরো করে ডাল বা রান্না করে খেতে পারেন। এর স্বাদ অনেকটা চালকুমড়োর মতো।
টুকরো করে অন্যান্য
সবজির সঙ্গে মিশিয়ে অলিভ অয়েলে সামান্য নেড়েচেড়ে খেতে পারেন।
ডিটক্স ওয়াটার
বানিয়ে খেতে পারেন। এজন্য বোতল ভর্তি পানিতে তরমুজের খোসার সাদা অংশ টুকরা করে দিয়ে
দিন। সঙ্গে পুদিনা পাতা, লেবু বা শসাও দিতে পারেন। সারারাত এভাবে রেখে পরদিন পান করুন
এই পানি।
সূত্র: হেলথলাইন,
টাইমস অব ইন্ডিয়া।