
প্রিন্ট: ৩১ মার্চ ২০২৫, ০৮:১২ এএম
স্বাস্থ্যঝুঁকি এড়াতে চান, বাদ দিন প্লাস্টিকের বোতল

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৪:৫৮ পিএম

আরও পড়ুন
বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ পানি পান করার জন্য প্লাস্টিকের বোতল ব্যবহার করে থাকেন। কাচ এবং স্টিলের বোতলের তুলনায় প্লাস্টিকের বোতল বহন করা সহজ।
তাছাড়া প্লাস্টিকের বোতল দীর্ঘদিন ব্যবহার করা যায়। এ কারণে বেশিরভাগ মানুষ প্লাস্টিকের বোতল ব্যবহার করে থাকেন। দীর্ঘ সময় ধরে প্লাস্টিকের বোতল ব্যবহার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।
তবে বোতলে ফাটল, আঁচড় বা দুর্গন্ধ দেখা দিলে সেগুলো দ্রুত বদলানো উচিত। বোতলে এরকম কিছু দেখা না গেলেও ৬ মাসের মধ্যে বদলানো উচিত। কারণ বোতলের কোণায় এবং ফাটলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এজন্য বোতল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিদিন গরম পানি এবং সাবান দিয়ে পরিষ্কার করা উচিত।
প্লাস্টিকের বোতল থেকে নির্গত বিসফেনল এ (বিপিএ) নামক রাসায়নিক পদার্থ শরীরের হরমোন সিস্টেমে বিঘ্ন সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা থেকে শুরু করে ক্যানসারের আশঙ্কাও তৈরি করতে পারে।
গবেষণা বলছে, প্লাস্টিক বোতলের অতিরিক্ত ব্যবহারে নালা বন্ধ হয়ে যাওয়া, রাসায়নিক উপাদান মিশ্রিত জলপথ ও মাইক্রোপ্লাস্টিকের মাত্রা বাড়ছে। এসব কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। গবেষকরা বলছেন, পলিথিন টেরেফথ্যালেট (পিইটি) দিয়ে তৈরি এসব বোতল প্রায় ৪৫০ বছর পর্যন্ত অবিকৃত অবস্থায় থাকে। ধীরে ধীরে এগুলো ভেঙে মাইক্রোপ্লাস্টিকে রূপান্তরিত হয় এবং তা থেকে ক্ষতিকর রাসায়নিক নির্গত করে। ভয়াবহ ব্যাপার হচ্ছে, এ বিষাক্ত পদার্থ মানুষের বাস্তুতন্ত্রে খাদ্যশৃঙ্খলেও (ফুড চেইন) জায়গা করে নিচ্ছে।