
প্রিন্ট: ৩১ মার্চ ২০২৫, ০৩:০৬ এএম
চাল ধোয়া পানি উপকারিতা জানলে অবাক হবেন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৩:০৮ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ভাত চুলায় বসানোর আগে চাল ধুয়ে সেই পানি সাধারণত আমরা ফেলে দিয়ে থাকি। তবে চাল ধোয়া পানিতে রয়েছে একাধিক উপকারিতা। এই পানি কার্বোহাইড্রেট ও স্টার্চসমৃদ্ধ। এছাড়া রয়েছে নানা পুষ্টিকর উপাদান। জেনে নিন এই চাল ধোয়া পানির গুণাগুণ।
চাল ধুয়ে আমরা সাধারণত সেই পানি ফেলে দিই, কিন্তু এই চাল ধোয়া পানির যে কতটা উপকারিতা রয়েছে, না জানলে আপনিও আফসোস করবেন। চাল ধোয়া পানিতে থাকে ভিটামিন বি, সেলেনিয়াম, ফোলেট, মিনারেল, অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যামাইনো অ্যাসিড। এগুলো শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে সহায়ক। বিশেষত এটি ত্বক ও চুলের জন্য কার্যকরী উপাদান হিসেবে কাজ করে। যেমন—
১. হজমশক্তি বাড়ায়
চাল ধোয়া পানি প্রাকৃতিকভাবে প্রোবায়োটিক সমৃদ্ধ, যা হজমশক্তি উন্নত করতে সাহায্য করে। এটি গ্যাস্ট্রিক সমস্যা দূর করে এবং পেটের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে। পেট খারাপ কিংবা ডায়রিয়া থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়।
২. ত্বক ভালো রাখে
চাল ধোয়া পানি ত্বকের ময়লা দূর করে এবং ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখে। এর অ্যান্টি-অক্সিডেন্ট গুণ ত্বকের দাগ ও ব্রণ দূর করতে সহায়তা করে। এটি ত্বককে মসৃণ করে ও প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে।
৩. চুল মজবুত করে
চাল ধোয়া পানি চুলের গোড়ায় পুষ্টি সরবরাহ করে এবং চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। এতে থাকা অ্যামাইনো অ্যাসিড চুলের শিকড়কে শক্তিশালী করে তোলে। নিয়মিত চাল ধোয়া পানি ব্যবহারে চুল উজ্জ্বল ও মসৃণ হয়।
৪. রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
চাল ধোয়া পানিতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন, যা বিভিন্ন সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। এটি সর্দি-কাশির মতো সাধারণ রোগপ্রতিরোধেও অনেক উপকারী।
৫. গাছের জন্য উপকারী
শুধু মানবদেহের জন্যই নয়, চাল ধোয়া পানি গাছের জন্যও দারুণ উপকারী। এতে থাকা খনিজ উপাদান গাছের সুবৃদ্ধি বজায় রাখে এবং গাছকে পুষ্টিকর উপাদান সরবরাহে সাহায্য করে। বাড়িতে গাছের টব থাকলে তাতে এই চাল ধোয়া পানি দিতে পারেন। এতে গাছ সহজে মরবে না এবং গাছের পাতা দীর্ঘদিন সতেজ থাকবে।