
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ০১:৪৩ পিএম
গোসলে সাবান ব্যবহার করার আগে জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:৪৮ পিএম
-67e100554a322.jpg)
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
গোসলের জন্য সবাই সাবান ব্যবহার করে থাকি, কিন্তু একবার ভেবে দেখুন— যদি সাবান দিয়ে গোসল না করেন তাহলে কী হবে? একদিন সাবান দিয়ে গোসল না করলে কেমন লাগে? আর যদি চিরতরে সাবান দিয়ে গোসল করা বন্ধ করে দেন, তাহলে বা কেমন লাগবে? যদিও এই প্রশ্নটি অদ্ভুত— তবু অন্তত একবার হলেও সবার মনে এটি অবশ্যই এসেছে।
গোসলের সময় সাবান ব্যবহার না করলে কিছুই হবে না? সাবান ছাড়া গোসল শুরু করলে ত্বকের আর্দ্রতা অক্ষুণ্ণ থাকবে। কারণ সাবান ত্বক থেকে প্রাকৃতিক তেল দূর করতে বা কমাতে কাজ করে। এমন পরিস্থিতিতে যদি আপনি সাবান থেকে দূরত্ব বজায় রাখেন, তাহলে আপনার ত্বকের আর্দ্রতা অক্ষুণ্ণ থাকবে।
আপনি যদি সাবান থেকে দূরে থাকেন, তা হলে আপনার ত্বকও রাসায়নিক থেকে দূরে থাকবে। কারণ বেশিরভাগ সাবানেই রাসায়নিক থাকে, যা আপনার ত্বকের ক্ষতি করতে পারে। অতএব সাবান ছাড়া গোসল করলে ত্বকের ক্ষতির ঝুঁকি কমে যাবে।