
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ১১:২০ পিএম
ঈদে ক্যাটরিনার সাজ নিতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৯:০৭ পিএম
-67e023c3c21e6.jpg)
আরও পড়ুন
ঈদের আগে ঘরে ঘরে চলছে কেনা-কাটার আমেজ। অনেক ভাবছেন ঈদে কিভাবে নিজেকে সাজাবেন। এর মধ্যে রয়েছে ভ্যাপসা গরম। তবে ঈদে ক্ল্যাসিক আনারকলির সঙ্গে ব্রোঞ্জ ন্যুড মেকআপে নিজেকে সাজাতে পারেন। অনুসরণ করতে পারেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনাকে। সিমপ্লিসিটি ও মিনিমালিজমে বিশ্বাসী অভিনেত্রীর কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে সামনের ঈদে হয়ে উঠতে পারেন আভিজাতময় লুকের অধিকারী।
অনেকে আবার ঈদের পোশাক কেনা হয়ে গেছে? তবে চিন্তা ঈদের সাজ নিয়ে। অনেকে কীভাবে সাজবেন তারই রেফারেন্স খুঁজতে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট স্ক্রল করা শুরু করে দিয়েছেন। তবে ঈদে আনারকলি কিনে থাকলে সাজতে পারেন বলিউড তারকা ক্যাটরিনার মতো।
অভিনেত্রীর ইনস্টাগ্রামে কোনো এক ঈদে পোস্ট করা ছবিতে দেখা যায় বেইজরঙা সিকুইন করা আনারকলিতে। সঙ্গে ম্যাচিং করা ওড়নার পুরোটায় হাতে বসানো ছিল মুক্তো ও পাথর। সাজের পূর্ণতার জন্য ক্যাটরিনা পরেছিলেন স্টেটমেন্ট জুয়েলারি। কানে বড় দুল আর হাতে ছিল এথনিক আংটি। তবে গলায় কিছু পরেননি।
তবে স্নিগ্ধ লুকের জন্য অভিনেত্রী ঝামেলামুক্ত ন্যুড মেকআপেই ভরসা করেছিলেন। প্রাকৃতিক শেপের ব্রু ব্রাশ হালকা করে এঁকে নিয়েছেন। এছাড়া ন্যুড ব্রাউন আইশ্যাডোর পর চোখের পাতায় বুলিয়ে নিয়েছেন সামান্য গ্লিটার।
চোখের পাপড়িতে ছিল ঘন মাসকারা ব্রাশ করে সেট করে নিয়েছিলেন সারা দিনের জন্য। গালে হালকা করে ব্রোঞ্জ ব্লাশন বুলিয়ে নিয়েছিলেন। অভিনেত্রীর ঠোঁটে ছিল হালকা গোলাপি লিপস্টিক, যেন মিষ্টি হাসিতে পূর্ণতা পায় পুরো সাজ।