
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ০৭:০০ পিএম
ইফতারে প্রাণ জুড়াবে ঠাণ্ডা মাঠা

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৭:২৫ পিএম

ঐতিহ্যবাহী মাঠা। ইফতারের সময় ঠাণ্ডা মাঠা জুড়াবে প্রাণ। পেটের নানা ধরনের সমস্যা দূর করতে পারে এই পানীয়। এটি শরীরের জন্য ভীষণ উপকারি।
রেসিপি জেনে নিন-
এক কাপ পানি ঝরানো টক দই নিয়ে নিন জগে। এর সঙ্গে মেশান আধা চা চামচ লবণ, আধা চা চামচ বিট লবণ, ২ টেবিল চামচ চিনি ও আড়াই চা চামচ লেবুর রস দিয়ে ফেটিয়ে নিন। ভালো করে ফেটিয়ে এর সঙ্গে মেশান দেড় কাপ পানি। আবারও ফেটিয়ে নিন সব কিছু।
গ্লাসে বরফের টুকরা দিয়ে মাঠা ঢেলে পরিবেশন করুন ইফতারে।