Logo
Logo
×

লাইফ স্টাইল

রোজায় শরীরের ক্লান্তি দূর করতে যা করবেন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৪:০০ পিএম

রোজায় শরীরের ক্লান্তি দূর করতে যা করবেন

ছবি: সংগৃহীত

রমজান মাসে সারাদিন রোজা রাখলে শরীরে পানিশূন্যতা, শক্তির ঘাটতি ও ক্লান্তি দেখা দেয়। এটিই স্বাভাবিক। তবে সঠিক পরিমাণ খাদ্যাভ্যাস, পর্যাপ্ত বিশ্রাম ও কিছু স্বাস্থ্যকর খাবার অভ্যাস মেনে খেলে সহজেই ক্লান্তি দূর করা যায়। তাই অতিরিক্ত ভাজাপোড়া, মসলাযুক্ত খাবার ও কোল্ড ড্রিংকস, যা ক্লান্তি বাড়ায়, অতিরিক্ত চা-কফি যা পানিশূন্যতা বাড়ায়— এসব খাবার পরিহার করুন।এছাড়া দেখে নিন কোন কোন খাবার খেলে নিজেকে ক্লান্তি দূর করা যায়—

সেহরির সময় পুষ্টিকর খাবার গ্রহণ করুন। সেহরিতে এমন খাবার খাওয়া উচিত, যা দীর্ঘক্ষণ শক্তি জোগায় এবং শরীরকে হাইড্রেটেড রাখে। যেমন— 

প্রোটিনসমৃদ্ধ খাবার: ডিম, দুধ, দই, বাদাম ও চিয়া সিডস দীর্ঘক্ষণ শক্তি দেয়। ফাইবারযুক্ত খাবার: লাল আটার রুটি, ওটস, ফলমূল (আপেল, কলা ও খেজুর) হজম হতে সময় নেয়। ফলে ক্ষুধা কম অনুভূত হয়। হাইড্রেটিং খাবার: শসা, তরমুজ, ডাবের পানি শরীরকে আর্দ্র রাখে।

ইফতারে ভারসাম্যপূর্ণ খাদ্যগ্রহণ করুন। ইফতারের সময় দ্রুত শক্তি ফিরে পাওয়ার জন্য স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার গ্রহণ করা জরুরি। প্রথমে খেজুর ও এক গ্লাস পানি বা ডাবের পানি পান করুন। তারপর স্যুপ, ফল, দই, সালাদ ও হালকা প্রোটিনসমৃদ্ধ খাবার খান। ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন (৮-১০ গ্লাস)।

পর্যাপ্ত পরিমাণে ঘুম নিশ্চিত করুন। রোজায় ঘুমের রুটিন এলোমেলো হয়ে গেলে শরীর দুর্বল ও ক্লান্ত অনুভব করতে পারেন। ৬-৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন। সেহরির পর ১-২ ঘণ্টা বিশ্রাম নিন। দিনের মধ্যে ২০-৩০ মিনিট পাওয়ার ন্যাপ (ছোট ঘুম) নিন।

আপনি প্রতিদিন হালকা ব্যায়াম করুন। অনেকেই মনে করেন রোজায় ব্যায়াম করা উচিত নয়। তবে হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি শরীরকে চাঙা রাখতে সাহায্য করে। ইফতারের ১-২ ঘণ্টা পর হালকা ব্যায়াম করুন। প্রতিদিন ১৫-২০ মিনিট হাঁটুন। তবে কঠোর ব্যায়াম এড়িয়ে চলুন, যা ক্লান্তি বাড়াতে পারে।

রমজান মাসে অতিরিক্ত কাজ এড়িয়ে চলুন। কারণ রোজায় প্রতিদিন অতিরিক্ত কাজ করলে আপনার মানসিক চাপ কমবে না বৈকি বাড়বে। আর তা না হলে এতে মানসিক চাপ ক্লান্তি বাড়িয়ে দিতে পারে। কাজের চাপ কমিয়ে পরিকল্পনা করুন। যদি সম্ভব হয়, দুপুরে বা বিকালে বিশ্রাম নিন। কোনো কাজে চাপ অনুভব করলে গভীর শ্বাস নিন ও ধীরগতিতে কাজ করুন।

রোজায় আপনার মানসিক প্রশান্তি বজায় রাখুন। রোজার সময় মানসিক প্রশান্তি থাকাও খুব গুরুত্বপূর্ণ। ইবাদত ও মেডিটেশন করুন। অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চলুন। পরিবারের সঙ্গে সময় কাটান, ইতিবাচক চিন্তা করুন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম