কাঁধে ব্যথাও কি ডায়াবেটিসের লক্ষণ, কী বলছেন চিকিৎসরা

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৪:১১ পিএম

ছবি: সংগৃহীত
ঘাড়-কাঁধের ব্যথায় ভোগেন অনেকেই। কাঁধে ব্যথাও কি ডায়াবেটিসের লক্ষণ হতে পারে? তবে কাঁধ ব্যথাই যে ডায়াবেটিসের কারণে হয় সেটিও কিন্তু নয়। তাহলে কী ধরনের ব্যথা হলে সতর্ক হতে হবে?
অনেকেই ভাবেন কাঁধে প্রচণ্ড ব্যথা, কাঁধ ঘোরাতে সমস্যা মানেই তা ফ্রোজেন শোল্ডার। তা কিন্তু না-ও হতে পারে। একাধিক গবেষণায় দাবি করা হয়েছে, ‘অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস’ বা কাঁধের পেশি শক্ত হয়ে যাওয়ার মতো সমস্যা ডায়াবেটিসের কারণেও হতে পারে।
‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ’-এর একটি গবেষণায় দাবি করা হয়েছে, রক্তে শর্করার মাত্রা অত্যধিক বেড়ে গেলে তা পেশির শক্তি কমিয়ে দিতে থাকে। প্রতি ডেসিলিটার রক্তে শর্করার মাত্রা ১০০ মিলিগ্রামের বেশি হলে তাকে হাইপারগ্লাইসেমিয়া বলে। এটি নানা কারণে হতে পারে, তবে ডায়াবেটিস হল অন্যতম কারণ। সে ক্ষেত্রে পেশির ওপরেও প্রভাব পড়ে। তখন পেশিতে ব্যথা, পেশিতে টান ধরার মতো সমস্যা দেখা দেয়।
টাইপ-২ ডায়াবেটিস থেকে পেশির কোষে প্রদাহ হতে পারে। তা থেকে ‘মাস্কুলোসেলুলার ডিজঅর্ডার’ হয় অনেকের। গবেষকেরা জানাচ্ছেন, রক্তে শর্করার মাত্রা বাড়লে কোলাজেন প্রোটিনের পরিমাণ কমতে থাকে। তখন পেশির স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়। ফলে পেশি শক্ত হতে থাকে। তখনই যন্ত্রণা শুরু হয়।
কাঁধের ব্যথা যদি ক্রনিক হতে থাকে, তাহলে সাবধান হতে হবে। যদি দেখেন ব্যথা সারছে না, মাঝেমধ্যেই কাঁধের পেশিতে টান ধরছে, কাঁধ ঘোরাতে সমস্যা হচ্ছে এবং সেই সঙ্গে ব্যথা হাতেও নামছে, কোনো কিছু ধরতে সমস্যা হচ্ছে, তাহলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে। ফিজিয়োথেরাপি ও কিছু ওষুধে ব্যথা কমতে পারে। তবে কাঁধে ব্যথা মানেই ডায়াবেটিস ভেবে সুগারের ওষুধ কিনে খেতে বারণ করা হচ্ছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া ঠিক হবে না।