Logo
Logo
×

লাইফ স্টাইল

যেসব খাবার খেলে বাড়বে স্মৃতিশক্তি

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৩:০৬ পিএম

যেসব খাবার খেলে বাড়বে স্মৃতিশক্তি

বয়স হচ্ছে তো। এখন আর কিছুই মনে থাকে না। নাকের ডগায় চশমা রেখে গোটা বাড়ি খোঁজেন। ফ্রিজ খুলে জিনিস নিতে আসেন। কিন্তু কী নিতে এসেছেন তা মনে থাকে না। খাবার খাওয়ার পরে গত কাল রাতে ওষুধটা খেলেন কি না কিছুতেই মনে করতে পারছেন না। এমনকি অনেকের নামও ভুলে যান।

এমতাবস্থায় বন্ধু কিংবা স্বজনদের পরামর্শে রোজ সকালে খাচ্ছেন ভেজানো কাঠবাদাম। তবে পুষ্টিবিদেরা বলছেন, মস্তিষ্কের সামগ্রিক উন্নতির জন্য শুধু কাঠবাদাম খেলে হবে না। সঙ্গে রাখতে হবে আরও তিনটি খাবার। জেনে নিন সেগুলো সম্পর্কে—

১. কাঠবাদামের সঙ্গে ডার্ক চকোলেট

ডার্ক চকোলেটে রয়েছে ফ্ল্যাভোনয়েড, অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ক্যাফিন আর কাঠবাদামে রয়েছে ভিটামিন ই এবং স্বাস্থ্যকর ফ্যাট। এই সব উপাদান একত্রে মিশলে মস্তিষ্কের স্নায়ু সুরক্ষিত থাকে। নিউরোডিজেনারেটিভ রোগের সঙ্গেও মোকাবিলা করা যায়।

২. কাঠবাদামের সঙ্গে ইয়োগার্ট

ইয়োগার্ট হল প্রোবায়োটিক জাতীয় খাবার। এই উপাদানটি পেটের জন্য ভালো। পেট বা অন্ত্রের সঙ্গে যে মস্তিষ্কের যোগ রয়েছে সে কথা হয়তো অনেকেই হয়তো জানেন। তার সঙ্গে যদি কাঠবাদাম যোগ করেন, তা মস্তিষ্কের কোষের আয়ু বৃদ্ধি করতেও সাহায্য করে।

৩. ওটসের সঙ্গে কাঠবাদাম

সকালে দুধ-ওটসের সঙ্গে কাঠবাদাম মিশিয়ে নিতে পারেন। এভাবে ওটস খেলে তা সামগ্রিকভাবে মস্তিষ্কের জন্য ভালো। দিনের শুরু থেকে শর্করার পর্যাপ্ত জোগান থাকলে কাজ করার শক্তি ও উদ্দীপনা পাওয়া যায়। পাশাপাশি, কাঠবাদামে থাকা ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করতেও সহায়তা করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম