Logo
Logo
×

লাইফ স্টাইল

রূপচর্চায় যেভাবে কাজে লাগাতে পারেন ডার্ক চকলেট

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৪:১৯ পিএম

রূপচর্চায় যেভাবে কাজে লাগাতে পারেন ডার্ক চকলেট

ছবি: সংগৃহীত

চকলেট পছন্দ করে না - এমন মানুষ খুঁজে পাওয়া একটু কঠিন বৈকি। তবে পছন্দের খাবার হওয়া সত্ত্বেও শারীরিক বিভিন্ন কারণে চকলেট খাওয়া বারণ থাকে অনেকের। অনেককে আবার একেবারে খেতে মানা করে দেন চিকিৎসক।

তবে এই চকোলেট যে শুধু খাওয়াই যায়, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। এই চকলেট কাজে লাগিয়ে রূপচর্চাও করা যায়। বিশেষ করে ডার্ক চকোলেট। এই চকলেট এমনিতেই উপকারী। কেননা, এতে রয়েছে নানা ধরনের ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টি-অক্সিডেন্ট। যা ত্বকের কোলাজেন তৈরিতে বিশেষ ভূমিকা রাখে। আর রুক্ষ ত্বক সতেজ করে এবং সেই সঙ্গে রোদ লেগে ত্বক পুড়ে যাওয়া, ত্বক বুড়িয়ে যাওয়া এবং কালচে ছোপ পড়ার মতো সমস্যা থেকে রেহাই দিতে পারে চকলেট ফেশিয়াল।

আর যদি সেই চকলেট ফেস-মাস্ক বানানো যায়, তাহলে তো কথাই নেই। ত্বক যদি শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে গিয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে তাতে প্রাণ ফেরাবে চকলেট ফেশিয়াল। আর ত্বক জেল্লাদার হবে খুব দ্রুতই। এছাড়া চকলেট ফেশিয়াল সপ্তাহে বারদুয়েক করলেও ত্বক উজ্জ্বল হয়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ। মৃত কোষ দূর করে ত্বককে জেল্লাদার করে তোলে।

এবার বানিয়ে ফেলুন মাস্ক—

পরিমাণমতো ডার্ক চকোলেটের (গুঁড়ো বা গলানো) সঙ্গে অলিভ অয়েল এবং একটি ডিমের কুসুম মিশিয়ে মাস্ক তৈরি করুন। চাইলে ডিম না-ও মেশাতে পারেন। একই মাস্ক চুলের পক্ষেও ভালো। ১৫ মিনিট রেখে সামান্য গরম পানিতে ধুয়ে ফেলুন। কয়েক দিনেই ত্বক জেল্লাদার হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম