Logo
Logo
×

লাইফ স্টাইল

মাথার ত্বকে সংক্রমণ? যে পদ্ধতিতে করবেন সমাধান

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৩ পিএম

মাথার ত্বকে সংক্রমণ? যে পদ্ধতিতে করবেন সমাধান

মনের মতো চুল পেতেও চাই সঠিক যত্ন। আবার বাইরে থেকে চুলের যত্ন হয়তো অনেকেই করেন কিন্তু মাথার ত্বক বা স্ক্যাল্পের দিকে নজর দেন না একেবারেই। 

এদিকে চুল পড়া নিয়ে সারা বছর ধরে খুশকির সমস্যায় ভোগেন। নামীদামি প্রসাধনী ব্যবহার করেও সুফল মেলে না অনেক সময়। 

তবে কেশচর্চা শিল্পীরা বলছেন, মাথার ত্বকে সংক্রমণ হয় মূলত প্রদাহের কারণে। তা রুখতে হলে এমন কিছু ব্যবহার করতে হবে, যাতে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। তেমন একটি ঘরোয়া উপাদান হল দারচিনি। এই মশলা মাথায় মাখতে পারলে সংক্রমণ তো কমেই। 

পাশাপাশি, রক্ত সঞ্চালনও ভাল হয়। কম বয়সে অনেকেরই চুল পেকে যায়। এই সমস্যা দূর করতে দারচিনি দারুণ উপকারী।

১) মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে দারচিনি। চুলের ফলিকলে পুষ্টি জোগায়। চুল ঝরে পড়ার সমস্যা বশে থাকে।

২) দারচিনিতে যথেষ্ট পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে, যা অক্সিডেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এই স্ট্রেসের কারণেও কিন্তু চুল পড়তে পারে। অকালপক্বতা রোধ করতেও সাহায্য করে এই মশলা।

৩) মাথার ত্বকে পিএইচের সমতা বজায় রাখতে সাহায্য করে দারচিনি। দারচিনিতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেনমেটরি উপাদান, যা প্রদাহজনিত অস্বস্তি দূর করে। ফলে চুল ঝরে পড়ার সমস্যা অনেকটা কমে।

মাথায় কী ভাবে দারচিনি মাখবেন?

দারচিনি গুঁড়ো করে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথায় মাখতে পারেন। মাথার ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি পাবে। পানিতে দারচিনি ভিজিয়ে রাখুন সারা রাত। মাথার ত্বকে সংক্রমণ কমাতে সেই জল দিয়ে চুল ধুয়ে নিন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম