Logo
Logo
×

লাইফ স্টাইল

যে উপাদানে বয়স বাড়লেও ছাপ পড়বে না চেহারায়, ত্বক হবে উজ্জ্বল

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৮ পিএম

যে উপাদানে বয়স বাড়লেও ছাপ পড়বে না চেহারায়, ত্বক হবে উজ্জ্বল

ছবি: সংগৃহীত

আপনার ত্বক বুড়িয়ে যাওয়ার অন্যতম কারণ হলো অতিবেগনি রশ্মি। অ্যালাবামা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে— রোদ থেকে ত্বকের যে ধরনের বার্ধক্য হয় তা ‘ফটো-এজিং’ নামে পরিচিত। আর শরীরে পানির ঘাটতি হলে ত্বকের আর্দ্রতা কমতে থাকে। এ কারণেও বয়সের তুলনায় ত্বক বুড়িয়ে যেতে পারে। ত্বকে আঙুর মাখলে এ ধরনের সমস্যা রোধ করা যায়। আর ত্বকের আর্দ্রতাও বজায় থাকে।

হ্যাঁ, অনেকেই আছেন ত্বকের জেল্লা বৃদ্ধি করতে কিশমিশ ভেজানো পানি পান করেন। আর আঙুর ত্বকে কোলাজেন তৈরিতে বিশেষভাবে সাহায্য করে। ক্ষতিকর অতিবেগনি রশ্মির হাত থেকেও ত্বককে রক্ষা করে আঙুর। আর ত্বকের আর্দ্রতা বজায় রাখতে কোলাজেন উৎপাদনে দ্রুতই সহায়তা করে এই পানীয়। 

কিশমিশ তো আঙুর শুকিয়েই তৈরি হয়। তাহলে সরাসরি আঙুর মুখে মাখলেই বা সমস্যা কোথায়?—এমন প্রশ্নের উত্তরে ত্বকচর্চা শিল্পীরা বলছেন, আঙুরের চেয়ে ভালো প্রাকৃতিক ‘অ্যান্টি-এজিং’ আর কিছু হয় না। এতে আঙুরের গুণেই ত্বক হবে টান টান।

আর এই আঙুর ফলে রয়েছে ‘রেসভেরাট্রল’ নামক একটি উপাদান, যা ত্বকের বার্ধক্যজনিত সমস্যা, যেমন বলিরেখা, কালচে দাগছোপ দূর করতে সাহায্য করে। বয়স হলে চামড়া কুঁচকে যায়। ত্বকে কোলাজেনের অভাব হলে এই ধরনের সমস্যা হওয়া স্বাভাবিক। 

‘অক্সিডেটিভ মেডিসিন অ্যান্ড সেলুলার লঞ্জিটিভি’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, ‘রেসভেরাট্রল’ নামক উপাদানটি আসলে এক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরে ফ্রি র্যাডিক্যালের সমতা বজায় রাখতে সাহায্য করে। ত্বকের ওপরে পড়া সূক্ষ্ম সূক্ষ্ম ভাঁজ, বলিরেখা হয়ে ওঠার আগেই রুখে দেওয়া যেতে পারে আঙুর ব্যবহার করলে।

যেভাবে ব্যবহার করবেন—

আঙুর ভালো করে চটকে ও ছেঁকে তা থেকে রস বার করে নিন। এরপর মাইল্ড কোনও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে সেই রস মুখে মেখে নিন টোনারের মতো। আবার টক দইয়ের সঙ্গে আঙুর মিশিয়ে প্যাক তৈরি করে নিতে পারেন। মুখে তা মেখে রাখুন মিনিট পনেরো। তার পর মুখ ধুয়ে ফেলুন। তাতেও কাজ হবে। টক দইয়ের পরিবর্তে অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়েও আঙুর মাখা যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম