Logo
Logo
×

লাইফ স্টাইল

৫ মিনিটে ডাস্টবিন পরিষ্কার করবেন যেভাবে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৩ এএম

৫ মিনিটে ডাস্টবিন পরিষ্কার করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

বাড়ির ময়লা-আবর্জনা ফেলতে প্রায় সবার ঘরেই ডাস্টবিন রাখা থাকে। রান্নাঘর, বেডরুম, ব্যালকনি কিংবা ঘরের বাইরেও রাখা হয় আবর্জনার ঝুড়ি। তবে দীর্ঘদিন ওসব ডাস্টবিন পরিষ্কার না করলে একসময় গন্ধ ছড়ায়, পোকামাকড় জন্মায়। তখন সেই বিন ধুতেও কত ঝক্কি।

তবে নির্দিষ্ট একটি উপায়ে ময়লার সেই দুর্গন্ধযুক্ত ঝুড়িটি পরিষ্কার করতে পারবেন নিমিষেই। এতে পাঁচ মিনিটের মধ্যে ডাস্টবিন পরিষ্কার তো হবেই, পাশাপাশি চলে যাবে জীবানুও।

ডাস্টবিন পরিষ্কার করার জন্য সবার আগে কিছু উপকরণ লাগবে—গরম পানি, তরল সাবান বা ডিটারজেন্ট, স্ক্রাবিং ব্রাশ, প্লাস্টিকের গ্লাভস, পরিষ্কার কাপড়, অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যযুক্ত অপরিহার্য তেল।

  • বিন পরিষ্কার করার আগে হাতে গ্লাভস পরে নিন। এতে আপনার হাতে ও নখে ডাস্টবিন থেকে ময়লা ও জীবাণু যাবে না। গন্ধ তীব্র হলে মাস্কও পরতে পারেন।
  • ডাস্টবিনে পড়ে থাকা সমস্ত আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে দিন। আবর্জনা সংগ্রহকারী এলে তাকে প্রতিদিন আবর্জনা দিন যাতে এই আবর্জনা ডাস্টবিনে পড়ে না থাকে।
  • এবার কলের নিচে রেখে ডাস্টবিনে পানি ঢালুন। এতে সব ময়লা দূর হবে। টয়লেটে জেট স্প্রে ব্যবহার করা ভাল। পানির চাপ বেশি হলে বিনে আটকে থাকা ময়লা ও খাবারের কণা দ্রুত বেরিয়ে যাবে। 
  • তরল সাবান বা ডিটারজেন্ট যোগ করে ডাস্টবিন পরিস্কার করে নিন। স্ক্রাব ব্রাশ দিয়ে ভালভাবে স্ক্রাব করে ডাস্টবিন পরিস্কার করুন। এটি সমস্ত জীবাণু, ময়লা এবং বাজে গন্ধ দূর করবে। 
  • সবশেষে ডাস্টবিনে গরম পানি ঢেলে ভাল করে পরিষ্কার করুন। কোনও জীবাণু থেকে গেলেও গরম পানিতে তা মরে যাবে। ডাস্টবিনও থাকবে দুর্গন্ধমুক্ত।
Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম