Logo
Logo
×

লাইফ স্টাইল

বিদ্যুৎ বিল দেখে চোখ কপালে, যেভাবে বন্ধ করবেন ভুল মিটার রিডিং

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পিএম

বিদ্যুৎ বিল দেখে চোখ কপালে, যেভাবে বন্ধ করবেন ভুল মিটার রিডিং

ছবি: সংগৃহীত

আপনার বিদ্যুৎ বিল যাতে মাত্রাতিরিক্ত না হয়, সেদিকে লক্ষ্য রাখা উচিত। মাঝেমধ্যে ফ্রিজ বন্ধ রাখা, প্রয়োজন না হলে ফ্যান ও পানির পাম্প কিংবা গিজার না চালানো— সব রকম চেষ্টাই করা হয় বিদ্যুৎ বিল বেশি না আশার জন্য। তা সত্ত্বেও নাগালের বাইরে চলে যায় আপনার বিলের অঙ্ক। বিদ্যুৎগতিতে ছুটতে থাকে মিটার রিডিং, যা দেখে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। কিন্তু এমনটি হলে আপনার করণীয় কী, কিংবা এমনটি হওয়ার কারণই  বা কী? এতকিছু না ভেবে দ্রুত যাচাই করা উচিত। 

সুতরাং ভুল মিটার রিডিং রুখতে আপনি যা করবেন। চলুন আমরা জেনে নিই যেভাবে বিদ্যুতের বিল নিয়ন্ত্রণ করা যেতে পারে। আর আপনার বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে রাখতে যা করা উচিত—

১. বাড়ির সব ইলেকট্রিক ডিভাইস বন্ধ রেখে দেখুন, তখনো মিটারের পারা চড়ছে কিনা।

২. মাসের শুরুতে মিটার রিডিং কত, লিখে রাখুন। মাস শেষে সেই সংখ্যা কত হচ্ছে, দেখুন।

৩. ১০০০ ওয়াটের ল্যাম্প কিংবা হিটার ঠিক এক ঘণ্টার জন্য চালিয়ে রাখুন। এক ঘণ্টায় কতটা মিটার উঠল, তা লিখে রাখুন।

৪. এক ইউনিটের ফারাক (১ কিলোওয়াট প্রতি ঘণ্টা) থাকলে বুঝবেন মিটার সঠিকভাবে কাজ করছে।

৫. যদি এই অঙ্ক না মেলে, তা হলে বুঝবেন মিটার অতিরিক্ত দ্রুত কিংবা অতিরিক্ত ধীরগতিতে চলছে।

৬. একই সময়ে মিটার বক্সের দিকে নজর রাখুন।

৭. যে বিষয়গুলো নথিভুক্ত করছেন, তা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বিদ্যুৎ পরিষেবা গ্রাহকের সঙ্গে যোগাযোগ করুন।

মিটার রিডিং ভুল হলে কী করবেন?

বিদ্যুৎ বিভাগে নিজের সমস্যার কথা জানিয়ে অভিযোগ করতে পারেন। সেই সঙ্গে বিষয়টি পরীক্ষা করে দেখার আর্জি জানাতে পারেন। এ পরিষেবার ক্ষেত্রে খানিকটা পকেট ফাঁকা হলেও ভবিষ্যতে আর আপনাকে যে বিপুল অর্থের বিল জমা দিতে হবে না, সেটিই স্বস্তি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম