পার্লারে না গিয়েও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারেন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম
![পার্লারে না গিয়েও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারেন](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/12/11/3-675977d481579.gif)
শীতকালে শরীরকে উষ্ণ রাখার জন্য ত্বক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শীতকালে পার্লারে না গিয়েও বিটের সাথে কিছু উপকরণ ব্যবহার করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারেন।
বিট স্বাস্থ্যের জন্য খুব উপকারি। এটি ত্বকের অনেক সমস্যা নিরাময় করে এবং প্রাকৃতিক উপায়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। বিট বডি ক্লিনজার হিসেবে কাজ করে। ব্রণ ও ব্রণের দাগ এবং পিগমেন্টেশন দূর করে, ত্বককে উজ্জ্বল রাখে।
নিয়মিত বিট ব্যবহার করলে আপনি মাত্র কয়েক দিনের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। চলুন দেখে নেওয়া যাক এমন কিছু উপায় যার মাধ্যমে আপনি বাড়িতে বসেই পাবেন দারুণ গ্লো।
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে দই ও মধুর সঙ্গে বিট ব্যবহার করতে পারেন। কয়েক টুকরো বিট থেঁতো করে তাতে দুই চামচ দই ও এক চামচ মধু মিশিয়ে নিয়ে মুখে লাগান ভালো ফল পাবেন।
ত্বক উজ্জ্বল করতে, আপনি বিটের একটি ঘন পেস্ট তৈরি করে তাতে এক চামচ চন্দন গুঁড়ো মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে পারেন। এই পেস্টটি প্রতিদিন ১৫ মিনিটের জন্য ব্যবহার করলে পরিবর্তন দেখতে পাবেন।
শীতে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। যাদের ড্রাই স্ক্রিন তাদের তো আরও বেশি সমস্যায় পড়তে হয়। এর থেকে মুক্তি পাওয়ার জন্য একটি বিট নিন এবং এর ঘন পেস্ট তৈরি করুন। এবার এতে কিছুটা অ্যালোভেরা জেল মিক্স করে পেস্ট তৈরি করে সেটি ২০ মিনিটের জন্য মুখে রেখে দিন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তাতেও বেশ উপকার পাবেন।
ব্রণের সমস্যা থাকলে ২ চামচ বেকিং পাউডারের সঙ্গে ১ চামচ নিম পাতার গুঁড়ো, ২ চামচ বিটের গুঁড়ো বা বাটা এবং ২ চামচ বেকিং পাউডার মিশিয়ে মুখে ব্যবহার করুন। মুখ সম্পূর্ণ শুকিয়ে গেলে তা ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি সপ্তাহে দুবার লাগান। পরিবর্তন দেখতে পাবেন।