Logo
Logo
×

লাইফ স্টাইল

শীতে মোজায় দুর্গন্ধ, ঘরোয়া উপায়ে এক নিমিষেই সমাধান

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পিএম

শীতে মোজায় দুর্গন্ধ, ঘরোয়া উপায়ে এক নিমিষেই সমাধান

ছবি: সংগৃহীত

শীতের সময় জুতা-মোজা পরে অফিস বা পার্টিতে গিয়েছেন। হঠাৎই নাকে আসছে বাজে গন্ধ। আশপাশের লোকজনও বিরক্তির প্রকাশ করছেন। বুঝতে পারলেন এটা আপনারই মোজা থেকেই আসছে। এমন সমস্যার কারণে অনেককেই বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কিন্তু সামান্য টিপস অনুসরণ করলে মোজার দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন। 

১) শীতকালেও অনেকের পা ঘেমে যায়। তাই পায়ের যত্ন নিন সবার আগে। প্রতি রাতে বাড়ি ফিরে উষ্ণ পানিতে লবণ ফেলে পা ভিজিয়ে রাখুন। তারপর ভালো করে মুছে নিয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

২) প্রতিদিন মোজা কেচে নিন। পারলে ডেটল পানি ব্যবহার করুন। কিংবা একাধিক মোজা কিনে মাঝে মধ্যে বদলে নিন। দেখবেন এতে সমস্যা মিটবে।

৩) ভুলেও গন্ধ মোজায় পারফিউম স্প্রে করবেন না। এতে সমস্যা আরও বাড়তে পারে।

৪) মোজা পরার আগে ভালো করে পা ধুয়ে নিন। একটু বেকিং সোডা হাতে নিয়ে ভালো করে পায়ে ঘষে নিন। দেখবেন এতে সমস্যা দূর হবে

৫) বাড়িতে ফিরে জুতার মধ্যে কিছুটা পরিমাণ কাগজ ঢুকিয়ে রাখুন। এতে জুতার মধ্যে হওয়া দুর্গন্ধ দূর হবে।

৬) সপ্তাহে একবার জুতা রোদে দিন। এতে জুতোও ভালো থাকবে এবং দুর্গন্ধও হবে না। প্রয়োজনে জুতার মধ্যে ন্যাপথোলিন রাখতে পারেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম