Logo
Logo
×

লাইফ স্টাইল

সুখী দাম্পত্য

রোমান্টিকতার ছোঁয়া আনতে আলো-আঁধারি পরিবেশ তৈরি করুন ঘরে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ পিএম

রোমান্টিকতার ছোঁয়া আনতে আলো-আঁধারি পরিবেশ তৈরি করুন ঘরে

ছবি: সংগৃহীত

নবদম্পতিদের সুন্দর মুহূর্তগুলো কাটানোর অন্যতম স্থান তাদের শয়নকক্ষ। জীবনের প্রত্যাশা, স্বপ্ন আর স্বস্তির মেলবন্ধন গড়ে তোলা হয় এই কক্ষে। যার ফলে নবদম্পতিদের একটু বেশিই নজর থাকে এই শয়নকক্ষের দিকে। সবারই প্রত্যাশা থাকে যেন শোয়ার ঘরটি তারা যেন তাদের মত করে সাজাতে পারে। 

দাম্পত্য জীবন রঙিন করে তুলতে শোয়ার ঘর গোছানোর সময় কী কী মাথায় রাখবেন— 

শোয়ার ঘরে রোমান্টিকতার ছোঁয়া আনতে আলো-আঁধারি পরিবেশ তৈরি করুন। এক্ষেত্রে ডিম লাইট, মোমবাতির আলো, টুনি আলো— ঘরের পরিবেশ বদলে ফেলার জন্য যথেষ্ট। বিছানার পাশে রাখতে পারেন একটা সুন্দর ল্যাম্পশেড। ঘনিষ্ঠ মুহূর্তে আলো-আঁধারির পরিবেশটা জমবে ভালই।

খারাপ মেজাজ ভাল করে দিতে পারে একটা সুন্দর গান। শোয়ার ঘরে ঢুকে সারা দিনের ক্লান্তি দূর করতে একটা রোম্যান্টিক গান চালিয়ে দেখুন, বেশ উপকার পাবেন। দু’জনে মিলে একান্ত মুহূর্ত কাটানোর সময়ে গান শুনে দেখুন, মন্দ লাগবে না। তাই শোয়ার ঘরে একটা ব্লুটুথ স্পিকার রাখা যেতেই পারে।

শোয়ার ঘরের পরিবেশ রঙিন করতে সুগন্ধির ওপর নির্ভর করাই যায়। এ ক্ষেত্রে সুগন্ধি মোমবাতি কিংবা টাটকা ফুলও ব্যবহার করতে পারেন। তা ছাড়া, একটা বড় পাত্রে খানিকটা পানি রেখে তার ওপর গোলাপের কয়েকটি পাপড়ি ছড়িয়ে ল্যাভেন্ডার, জ্যাসমিন ইত্যাদির গন্ধযুক্ত এসেনসিয়াল তেল ছড়িয়ে দিতে পারেন।

ঘর অপরিচ্ছন্ন রাখলে কিন্তু চলবে না। বাড়ি থেকে বেরোনোর সময়ে শোয়ার ঘরটি অপরিষ্কার রেখে যাবেন না। ঘুম থেকে উঠেই বিছানা সুন্দর করে গুছিয়ে রাখুন। সারাদিন পরিশ্রম করার পর বাড়ি ফিরে ঘর অপিষ্কার দেখলে মেজাজ আরও খারাপ হয়ে যায়। তাই খাটের উপর তোয়ালে, ঘরের এক পাশে নোংরা মোজা, অগোছালো ড্রেসিং টেবিল রাখার অভ্যাসে সবার আগে বদল আনুন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম