Logo
Logo
×

লাইফ স্টাইল

ক্যাটরিনা-নীতা চুলে কোন শ্যাম্পু ব্যবহার করেন?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম

ক্যাটরিনা-নীতা চুলে কোন শ্যাম্পু ব্যবহার করেন?

দৈনন্দিন যাপন হোক কিংবা রূপচর্চা— এসবই বিনোদন জগতের তারকাদেরই অনুসরণ করেন সাধারণ মানুষ। তারকারা কী পরলেন, কী খেলেন, কী মাখলেন—এসব কিছুরই প্রভাব ফেলে সাধারণের জীবনে। বিশেষ করে রূপচর্চার ক্ষেত্রে অনেক তারকার রুটিনওয়ার্ক  ফলো করেন টিনএজরা। আর এই অনুপ্রেরণা জোগানোর তালিকায় শুধু বলি অভিনেত্রীরাই নন, আছেন ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানিও। ভারত শ্রেষ্ঠ ধনকুবেরের স্ত্রীর ফ্যাশনবোধ মুগ্ধ করে তামাম দুনিয়াকে। ৬০-এর কাছাকাছি বয়সেও নীতার চুল ও ত্বকের জেল্লা সত্যিই বিস্মিত করে।

মুকেশপত্নী যে ঘরোয়া টোটকায় ত্বকের পরিচর্যা করেন, বিভিন্ন সাক্ষাৎকারে সেটি তিনি বলেছেন। সম্প্রতি কেশসজ্জা শিল্পী অমিত ঠাকুর ফাঁস করলেন নীতার কোমল ও মসৃণ চুলের রহস্য। অমিত নীতার ব্যক্তিগত কেশসজ্জা শিল্পীদের একজন। শুধু নীতা নয়, অমিত ক্যাটরিনা কাইফের সঙ্গেও কাজ করেন। অমিত জানিয়েছেন, নীতা ও ক্যাটরিনা দুজনেই চুলে ব্যবহার করেন ঘরোয়া এক শ্যাম্পু। আর চাইলে সেই শ্যাম্পু নিজেই বানিয়ে নিতে পারেন বাড়িতে। কীভাবে বানাবেন এবং কী কী উপকরণ প্রয়োজন জেনে নিন।

উপকরণ:

১. অ্যারারুট

২. ছোট্ট স্প্রে বোতল

৩. টি ব্যাগ

৪. গোলাপের শুকনো পাপড়ি

যেভাবে তৈরি করবেন—

এই শ্যাম্পুর প্রধান উপকরণ হলো অ্যারারুট। তাই সেটি প্রথমে বোতলে ভরে নিন। এরপর টি ব্যাগ আর গোলাপের পাপড়িগুলো দিয়ে দিন। গোলাপের পাপড়ি হাতের কাছে না থাকলে ল্যাভেন্ডারও দিতে পারেন। পরিমাণমতো পানি দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিলেই তৈরি হবে ড্রাই শ্যাম্পু।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম