Logo
Logo
×

লাইফ স্টাইল

হার্ট ভালো রাখতে চান? ভরসা রাখুন কাঁচকলায়

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৩:১১ পিএম

হার্ট ভালো রাখতে চান? ভরসা রাখুন কাঁচকলায়

ছবি: সংগৃহীত

আপনি কি হৃদরোগ থেকে দূরে থাকতে চান? সে ক্ষেত্রে ভরসা রাখতে পারেন কাঁচকলার ওপর। আর আপনি এ কাঁচকলা নিয়মিত খেলে একাধিক উপকারও পাবেন।

আমাদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে হার্ট। আর এই অঙ্গটি শরীরের প্রতিটি প্রান্তে অক্সিজেন ও পুষ্টি সমৃদ্ধ রক্তকে পৌঁছে দেয়। তাই এ অঙ্গটির সুস্থ রাখা জরুরি।

তবে আমাদের অদ্ভুত খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার কারণে আজকাল কম বয়সেই হার্টের অসুখ পিছু নিচ্ছে। যার ফলে আপনি প্রাণ নিয়ে পড়ছেন টানাটানি। তাই যেভাবেই হোক হার্টকে সুস্থ রাখতে উচিত। 

আর এই কাজে সাফল্য পেতে চাইলে সবার আগে ফাস্টফুড, তেলসমৃদ্ধ বাড়ির খাবার, মদ ও ধূমপান ছাড়ুন। তার বদলে ভরসা রাখুন অত্যন্ত উপকারী কাঁচকলার ওপর। তাতেই আপনার হার্টের হাল ফিরবে।

এবার আপনি বলতেই পারেন, ঠিক কীভাবে হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে কাঁচকলা? সেই উত্তর জেনে নিন।

হার্টের জন্য সেরার সেরা কাঁচকলা

হার্টের হাল ফেরাতে চাইলে খেতেই পারেন কাঁচকলা। কারণ এতে রয়েছে পটাশিয়ামের ভাণ্ডার। আর এই উপাদান রক্তনালিকে শান্ত করে রাখে। যার ফলে কমে প্রেশার। সেই সুবাদে হার্টের রোগ থেকে শুরু করে একাধিক জটিল অসুখ এড়িয়ে চলুন। শুধু তাই নয়, এই কাঁচা ফলে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টের গুণে কমে প্রদাহ। এমনকি এতে মজুত ফাইবার কোলেস্টেরল কমায়। যার ফলে কাছে ঘেঁষতে পারে না হৃদরোগ। তাই প্রতিদিন আপনার খাদ্যতালিকায় অবশ্যই কাঁচকলা রাখুন। কারণ এর মতো একটি খাবারকে জায়গা করে দিন, হার্টকে সুস্থ রাখুন।

শুধু হার্টের হাল ফেরানোই নয়, এর পাশাপাশি আরও একাধিক উপকার করে এই কাঁচা ফল। জেনে নিন।

ওজন কমাতে কাঁচকলা

আপনার শরীরে মেদ বাড়লেই চিত্তর! এ কারণে ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল, হার্টের অসুখসহ বিভিন্ন জটিল রোগ নিতে পারে পিছু। তাই যেভাবেই হোক ওজন কমাতে হবে। আর সেই কাজে আপনাকে সাহায্য করতে পারে অত্যন্ত উপকারী কাঁচকলা। কারণ এতে রয়েছে ফাইবারের ভাণ্ডার। আর এই উপাদান পেট ভরিয়ে রাখে। ফলে খিদে পায় কম। আর কম খেলে যে ওজন কমবে, এ কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

আপনি কি মাঝেমধ্যেই সর্দি, কাশির সমস্যায় ভুগে থাকেন? সে ক্ষেত্রে ভরসা রাখতেই পারেন কাঁচকলার ওপর। কারণ এতে রয়েছে ভিটামিন সির ভাণ্ডার। আর এই ভিটামিন ইমিউনিটি বাড়ায়। শুধু তাই নয়, এতে মজুত একাধিক অ্যান্টিঅক্সিডেন্টের গুণেও রোগপ্রতিরোধ ক্ষমতা ঠিক কাজ করতে পারে। তাই আর সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব কাঁচকলা খাওয়া শুরু করে দিন। তাতেই উপকার মিলবে হাতেনাতে।

সুগার থাকবে বশে

হাই ব্লাড সুগারে ভুক্তভোগীদের একাধিক খাবারে নিষেধ থাকে। তবে আপনারা যদি নিয়মিত এই কাঁচা ফল খেতে পারেন, সে ক্ষেত্রে অনায়াসে গ্লুকোজের মাত্রাকে বশে রাখতে পারবেন। আসলে এর গ্লাইসেমিক ইনডেক্স খুবই কম। শুধু তাই নয়, এতে ভালো পরিমাণে ফাইবারও রয়েছে। যে কারণে কাঁচকলা খেলে সুস্থ থাকে শরীর। কমে সুগার। তাই ডায়াবেটিস রোগীদের নিয়মিত এই খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

আর দৃষ্টিশক্তি ঠিক রাখার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে কাঁচকলা। এতে উপস্থিত ভিটামিন 'এ' এই কাজে সাহায্য করে। এর পাশাপাশি হাড়ের জোর ও এনার্জি বাড়াতে সাহায্য করে এই কাঁচা ফল। তাই আর সময় নষ্ট না করে নিয়মিত কাঁচকলা খাওয়া শুরু করে দিন। তাতেই শরীর ও স্বাস্থ্যের হাল ফেরাতে পারবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম