Logo
Logo
×

লাইফ স্টাইল

প্রাণ জুড়াবে ম্যাঙ্গো স্মুদি

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৫:১০ পিএম

প্রাণ জুড়াবে ম্যাঙ্গো স্মুদি

আম দিয়ে তৈরি স্মুদি সবারই প্রিয়। গরমে প্রশান্তি জোগায় এই পানীয়। পাকা আম দিয়ে ঠান্ডা স্মুদি বানিয়ে পরিবেশন করতে পারেন। এই গরমে প্রাণ জুড়াবে পানীয়টি। জেনে নিন কীভাবে বানাবেন—

এক মিনিটেই মাত্র ৫ উপকরণ হাতের কাছে থাকলেই তৈরি করে নিতে পারবেন আমের স্মুদি। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. পাকা আম ১টি
২. দুধ আধা গ্লাস
৩. বরফ কিউব ৩-৪টি
৪. টকদই ১/৪ কাপ ও
৫. মধু ১ টেবিল চামচ।

পদ্ধতি
আম, দুধ, বরফ, টকদই ও মধু একসঙ্গে ব্লেন্ড করে নিন। যখন মিশ্রণটি মিহি হয়ে ঘন হয়ে যাবে তখন গ্লাসে ঢেলে ওপরে বরফ দিয়ে পরিবেশন করুন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম