Logo
Logo
×

লাইফ স্টাইল

বাসায় বসে তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৪, ০৫:৫০ পিএম

বাসায় বসে তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে

ফাইল ছবি

তরমুজ দিয়ে প্রাণজুড়ানো ললি আইসক্রিম বানিয়ে ফেলতে পারেন। এটি খুব সহজেই বানানো যায়। ঘরে তৈরি আইসক্রিম শিশুদের জন্যও নিরাপদ। জেনে নিন রেসিপি। 

একটি ছোট সাইজের বা ৫০০ গ্রাম ওজনের তরমুজ ছোট টুকরা করে কেটে রস বের করে নিন। রস চুলায় বসিয়ে জ্বাল দিতে থাকুন। স্বাদ মতো চিনি ও আধা চা চামচ লেবুর রস মেশান। সামান্য লাল ফুড কালার মেশাতে পারেন চাইলে। 

আরও পড়ুন: চুল পড়া সমস্যা রোধে যেভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা

অনবরত নাড়তে নাড়তে কিছুটা ঘন হয়ে গেলে নামিয়ে আইসক্রিমের ছাঁচে ঢেলে সারারাত ফ্রিজে রেখে দিন। 

পরদিন ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন তরমুজের ললি আইসক্রিম।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম