
প্রিন্ট: ৩০ এপ্রিল ২০২৫, ০৮:১৩ পিএম
শীতের রেসিপি: দুধ চিতই পিঠা

শিউলী আকতার
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২০, ১২:২২ পিএম

ছবি সংগৃহীত
আরও পড়ুন
শীতের সময়ে গ্রামে পিঠা খাওয়ার উৎসব শুরু হয়। পিঠার উৎসবও হয় বিভিন্ন জায়গায়। সুস্বাদু এসব পিঠা ঘরেই তৈরি করতে পারেন।
পরিবারের প্রিয়জনদের জন্য ঘরেই তৈরি করতে পারেন দুধ চিতই পিঠা।
আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন দুধ চিতই পিঠা-
যা লাগবে
গোলার জন্য- আতপ চাল ২ কাপ, হালকা গরম পানি পরিমাণমতো, লবণ ১ চা চামচ।
দুধের জন্য- দুধ ২ লিটার, খেজুর গুড় ২ কাপ, নারিকেল কোরা ১ কাপ, এলাচ ও দারুচিনি ৪/৫ টুকরো করে, পানি সামান্য।
যেভাবে করবেন
আতপ চাল ৪ ঘণ্টা ভিজিয়ে রেখে বেটে নিন বা কিছুটা নরমাল পানি দিয়ে ব্লেন্ড করে নিন।
হালকা গরম পানি ও লবণ দিয়ে নেড়ে মাঝারি ঘনত্বের গোলা তৈরি করে নিন। চিতই পিঠার খোলা গরম করে ভিজা কাপড় দিয়ে মুছে নিন।
এক চামচ করে গোলা খোলার প্রতিটা ঘরে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিন। ৪/৫ মিনিট পর পিঠা হলে খুন্তি দিয়ে চাপ দিয়ে উঠিয়ে নিন।
অল্প আঁচে দুধ চুলায় বসান। এলাচ ও দারুচিনি দিন। বলক উঠলে নামিয়ে কিছুটা ঠাণ্ডা করে নিন। সামান্য পানি গরম করে গুড় গলিয়ে নিন। দুধে মিশিয়ে নেড়ে আবার চুলায় দিন। মৃদু আঁচে দুধে বলক তুলুন।
গরম পিঠাগুলো দিয়ে ৫ মিনিট জ্বাল করুন। অর্ধেকটা নারিকেল কোরা উপরে ছড়িয়ে দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে রাখুন। ৪-৬ ঘণ্টা পর পিঠা ভিজে নরম হয়ে গেলে উপরে বাকি অর্ধেক নারিকেল কোরা ছড়িয়ে পরিবেশন করুন আমাদের ঐতিহ্যবাহী পিঠা।
লেখক: শিউলী আকতার, গৃহিনী।