Logo
Logo
×

লাইফ স্টাইল

টমেটো সস রেসিপি

Icon

শিউলী আকতার বীনা

প্রকাশ: ০২ অক্টোবর ২০২০, ০৬:১৪ এএম

টমেটো সস রেসিপি

ছবি সংগৃহীত

ভাজাপোড়া কিংবা স্ন্যাক্সজাতীয় খাবারের সঙ্গে টমেটো সস খাবারের স্বাদ বাড়ায়। টমেটো সস সাধারণত আমরা বাজার থেকে কিনে খেয়ে থাকি, যা স্বাস্থ্যসম্মত নাও হতে পারে। 

টক-ঝাল-মিষ্টি স্বাদের এই সস তৈরি করতে পারেন ঘরেই। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন- 

উপকরণ

৮০০ গ্রাম পাকা টমেটো, একটি ছোট পেঁয়াজ কুচি, আট কোয়া রসুন, এক ইঞ্চি পরিমাণ আদা, এক টেবিল চামচ মরিচ গুঁড়া, স্বাদমতো লবণ ও চিনি, ৩-৪টি শুকনা মরিচ, দুই টেবিল চামচ ভিনেগার।

যেভাবে তৈরি করবেন

টমেটো টুকরা করে ভেতরের শক্ত ফেলে দিয়ে কড়াইতে দিন। এর পর পেঁয়াজ কুচি, রসুন কুচি ও আদা কুচি দিয়ে কিছুক্ষণ মাঝারি আঁচে নাড়তে হবে।
এতে স্বাদমতো লবণ ও চিনি, শুকনো মরিচ, ভিনেগার ও মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়ুন। 
এতে বাড়তি পানি দেয়ার প্রয়োজন নেই। মাঝারি আঁচে রেখে ঘনঘন নেড়ে দিন। 

নাড়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করুন। ঠাণ্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন। ছাঁকা হয়ে গেলে বোতল সংরক্ষণ করতে হবে টমেটো সস।

 

লেখক: শিউলী আকতার বীনা, গৃহিণী


 

টমেটো সস রেসিপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম