
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০৪:১১ পিএম
ঠোঁটের যত্নে ব্যবহার করুন প্রাকৃতিক উপাদান

বিউটিশিয়ান শারমিন কোচি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ১১:১৫ এএম

ছবি সংগৃহীত
আরও পড়ুন
মুখের মতো ঠোঁটেরও যত্ন নেয়া প্রয়োজন। ঠোঁটের যত্ন নিতে পারেন প্রাকৃতিক উপায়ে।
মধু, চিনি ও গোলাপ জল ব্যবহার করে ঘরোয়াভাবে নিতে পারেন ঠোঁটের যত্ন। এতে ঠোঁট ফাটা, কালচেভাব দূর হবে ও গোলাপি আভার ঠোঁট পাবেন।
আসুন জেনে নিই কী করবেন-
ঠোঁটের যত্নের উপকরণ
৫০ গ্রাম মধু, ২০ গ্রাম বা ৪ চা-চামচ চিনি, ৫ মিলি গোলাপ জল ও ৫ মিলি ভ্যানিলা এসেন্স।
যেভাবে তৈরি করবেন
এসব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা এয়ারটাইট শিশিতে রেখে দিন। ঠোঁটের মরা কোষ তুলতে স্ক্রাবার হিসেবে প্রতিদিন একবার করে ব্যবহার করুন। মধু ত্বকের আর্দ্রতা প্রাকৃতিকভাবেই ধরে রাখে। আর চিনি মরা কোষ সরিয়ে ঠোঁটকে করে নরম ও মোলায়েম। পাবেন গোলাপ পাপড়ির মতো ঠোঁট।
লেখক: শারমিন কোচি, বিন্দিয়া বিউটি পার্লারের স্বত্বাধিকারী এবং বিউটি কনসালট্যান্ট।