Logo
Logo
×

লাইফ স্টাইল

মাস্ক পরার সঠিক পদ্ধতি ও পরিষ্কারের উপায়

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪৩ পিএম

মাস্ক পরার সঠিক পদ্ধতি ও পরিষ্কারের উপায়

ছবি সংগৃহীত

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরা খুবই জরুরি।  তবে অনেকেই মাস্কের সঠিক ব্যবহার পদ্ধতি, পরিষ্কারের উপায় সম্পর্কে জানি না।  

এ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। নইলে অপরিষ্কার মাস্ক থেকেও সংক্রমণ ছাড়াতে পারে। 

এ বিষয়ে হলি ফ্যামিলি হাসপাতালের কার্ডিওলজি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. উত্তম কুমার দাস যুগান্তরকে বলেন, সুতি কাপড়ের তিন স্তরের মাস্ক সবচেয়ে ভালো। আর মাস্ক পরিষ্কারের সঠিক নিয়মও জানতে হবে। 

মাস্ক পরার সঠিক পদ্ধতি 

তিন স্তরের কাপড়ের মাস্ক ব্যবহার করা সবচেয়ে ভালো। মাস্ক পরার আগে হাত সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করে নিতে হবে। এমন মাস্ক পরতে হবে যা নাক ও মুখ ভালোভাবে ঢেকে রাখে। মুখের চারপাশে মাস্কটি যাতে আঁটসাঁট হয়ে বসে থাকে সেদিকে খেয়াল রাখুন। 

পরিষ্কারের উপায়-

প্রতিদিন ব্যবহারের পর মাস্ক পরিষ্কার করতে হবে। মাস্কে সরাসরি হাত দেবেন না। ঘরে ফেরার পর মাস্ক খুলুন দড়ি, ফিতে বা রাবার ব্যান্ডের অংশ ধরে। সাবান বা ডিটারজেন্ট পানিতে ভিজিয়ে ধুয়ে নিন।
মাস্ক ধোয়ার পর জীবাণুনাশক লোশনে ডুবিয়ে ঝুলিয়ে রাখুন ছাদের কোনো আংটায়। কড়া রোদে শুকাতে দিতে পারল উত্তম। 

গরম পানিতেও মাস্ক ফুটিয়ে নিতে পারেন। এতে জীবাণুমুক্ত হবে মাস্ক।

শুকানোর পর তাকে ৫-৭ মিনিট ধরে ইস্ত্রি করে নিলেই আপনার মাস্ক ফের ব্যবহারের জন্য তৈরি। ভালোভাবে না শুকিয়ে ভেজা মাস্ক পরা যাবে না। এতে সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়ে।

 

Jamuna Electronics

Document
Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম