Logo
Logo
×

লাইফ স্টাইল

ঘরোয়া কাজে লবণের ব্যবহার

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২০, ০৫:২১ এএম

ঘরোয়া কাজে লবণের ব্যবহার

ছবি সংগৃহীত

খাবারের স্বাদ বাড়ানোর জন্য সাধারণত লবণ ব্যবহার করা হয়। তবে আপনি জানেন কী এই লবণ দিয়ে ঘরোয়া অনেক কাজ আপনি করতে পারবেন। 

 

আসুন জেনে নিই রান্না ছাড়াও আরও কী কাজে লবণ ব্যবহার করা যায়-

 

১. চা  ও কফি খেলে নিয়মিত কাপ পরিষ্কার করার পরও দাগ থেকে যায়। কাপে লবণ পানি ঢেলে কিছুক্ষণ রেখে তার পর ধুয়ে ফেলুন। দেখবেন দাগ অনেকটাই কমে এসেছে।

২. দীর্ঘদিন ফল তাজা রাখতে লবণ ব্যবহার করতে পারেন। ফলের ওপর যদি কিছুটা লবণ ছড়িয়ে দেয়া হয়, তা হলে ফলগুলো দ্রুত নষ্ট হবে না। 

৩. পোশাকে যদি কোনো দাগ লেগে যায়, তা হলে আপনি লবণ দিয়ে সহজেই সেই দাগ দূর করতে পারেন। লবণপানিতে পোশাক এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। তার পর ধুয়ে নিন।

৪. রান্না করার পর হাত থেকে যদি পেঁয়াজ এবং রসুনের গন্ধ না যায়, তবে লবণ ব্যবহার করতে পারেন। ভিনেগার ও লবণ মিশ্রিত করে তা  হাতে ঘষুন। এতে হাতের গন্ধ দূর হবে।

 

তথ্যসূত্র: বোল্ডস্কাই

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম