Logo
Logo
×

লাইফ স্টাইল

শিশুর কান পাকা রোগে করণীয়

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২০, ০১:৩৮ এএম

শিশুর কান পাকা রোগে করণীয়

ছবি সংগৃহীত

কান পাকা রোগ শিশু থেকে শুরু করে বয়স্কদেরও হয়ে থাকে। সাধারণত কানে পানি ঢুকলে বা বিভিন্ন কারণে এ রোগ হতে পারে। তবে শিশুদের কান পাকা নিয়ে বেশিরভাগ বাবা-মা চিহ্নিত হয়ে পড়েন।
 
ইমপালস হাসপাতালের (তেজগাঁও, ঢাকা) নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. জাহীর আল-আমিন যুগান্তরকে বলেন, শিশুরা কান পাকা রোগে বেশি ভুগে থাকেন। শিশুকে গোসল করানোর সময় অসতর্কভাবে কানে পানি ঢুকলে এ সমস্যা হতে পারে।

আসুন জেনে নিই কান পাকা রোগের কারণ-

কান পাকার কারণ

১. শিশুকে গোসল করানোর সময় অসতর্কভাবে কানে পানি ঢুকলে এ সমস্যা হতে পারে। গোসল করানোর সময় কানে তুলা ভিজিয়ে গুঁজে রাখুন।

২. শিশুকে খাওয়ানোর সময় চিৎ করে শুয়ে খাওয়ালে কান পাকতে পারে। শুধু তাই নয়, এতে শিশুদের ঘন ঘন শ্বাসতন্ত্রে সংক্রমণ হয়। যেমন সর্দি, কাশি, গলাব্যথা ইত্যাদি।

৩. টনসিল বা এডেনয়েডের সার্জারির পরও জটিলতা হিসেবে কান পাকতে পারে।

এই রোগের লক্ষণ

প্রধান লক্ষণ কানে ব্যথা বা ভারী অনুভব করা, পুঁজ বা অন্য কোনো তরল বের হওয়া ও ব্যথা হওয়া। 


প্রতিকার ও প্রতিরোধ 

কান পরিষ্কার করার জন্য কটন বাড, কাঠি ব্যবহার করা যাবে না। অর্থাৎ কান খোঁচাখুঁচি করা যাবে না। ব্যথা থাকলে চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ওষুধ খাওয়ানো যেতে পারে।

দীর্ঘদিন এ রোগে ভুগতে থাকলে এবং চিকিৎসা না করালে শিশু বধির হয়ে যেতে পারে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম